Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ১৮, ২০২৩

মানিকের বিরুদ্ধে ওএমআর শিট নষ্ট মামলার তদন্ত বন্ধ কেন? সিবিআই এর কাছে রিপোর্ট চাইল আদলত

আরম্ভ ওয়েব ডেস্ক
মানিকের বিরুদ্ধে ওএমআর শিট নষ্ট মামলার তদন্ত বন্ধ কেন? সিবিআই এর কাছে রিপোর্ট চাইল আদলত

চিত্র : সংবাদ সংস্থা

প্রাথমিক টেটের ওএমআর শিট নষ্ট করার মামলায় মানিক ভট্টাচার্যকে কেন সংশোধনাগারে গিয়ে জেরা করছে না সিবিআই ? সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই প্রশ্ন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সিবিআইকে মনে করিয়ে দেন, এই মামলায় সুপ্রিম কোর্ট মানিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিলেও জিজ্ঞাসাবাদে কোনও বিধিনিষেধ আরোপ করেনি। তাহলে কেন সিবিআই সংশোধনাগারে গিয়ে মানিককে জেরা করছে না?

এদিন আদালত সিবিআইI-কে প্রশ্ন করে, কেন মানিকের বিরুদ্ধে ওএমআর শিট দুর্নীতির তদন্ত থমকে রয়েছে? তখন সিবিআইয়ের আইনজীবী জানান, সুপ্রিম কোর্ট মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বারণ করেছে। একথা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্ট তো জিজ্ঞাসাবাদ করতে বারণ করেনি। তাহলে সিবিআই মানিককে সংশোধনাগারে গিয়ে জেরা করছে না কেন?

রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পর্ষদের প্রাক্তন সচিব মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ওএমআর  শিট নষ্ট করার অভিযোগও ওঠে। ২০১৪ সালের ওএমআর শিট কার নির্দেশে কী ভাবে নষ্ট করা হয়েছিল তা জানিয়ে মানিককে হলফনামা জমা দিতে বলে আদালত। কিন্তু আদালতের কাছে কোনও সন্তোষজনক জবাব দিতে পারেননি মানিক। এর পর আদালত তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়। যাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অভিযুক্ত। এই মামলায় মানিকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানায় আদালত।

নিয়োগ দুর্নীতিতে বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছে মানিক। বন্দি তার ছেলে শৌভিকও। গত মাসে জামিন পেয়েছেন মানিকের স্ত্রী শতরূপা। মানিক ভট্টাচার্যের স্ত্রী নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম জামিন পান।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!