Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১২, ২০২৩

বিচারপতি গঙ্গোপাধ্যায় সিআইডি তদন্তের নির্দেশ দিলেন যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে

আরম্ভ ওয়েব ডেস্ক
বিচারপতি গঙ্গোপাধ্যায় সিআইডি তদন্তের নির্দেশ দিলেন যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে

কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের মামলায় অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন। অধ্যক্ষের বিরুদ্ধে নথি জাল করে কলেজের শিক্ষক পদে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, গত পাঁচ বছরে কলকাতা পুলিশের অ্যান্টি ফ্রড সেকশন ওই মামলার তদন্তের কিনারা করতে ব্যর্থ হয়েছে। তাই তদন্তের ভার এবার সিআইডি-কেই দেওয়া হল।

বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন, সুনন্দাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি। প্রয়োজনে হেফাজতেও নিতে পারবে। প্রসঙ্গত, ১০১৮ সালের অক্টোবরে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পরিচালন সমিতি বা গভর্নিং বডির  প্রাক্তন সদস্য অধ্যক্ষ সুনন্দার বিরুদ্ধে নথি জালিয়াতি এবং আর্থিক অনিয়মের মামলা করেন। তার জেরে নিম্ন আদালত এফআইআর দায়েরের নির্দেশ দেয়।

২০১৮-র নভেম্বরে এফআইআর দায়ের করে কলকাতা পুলিশের চারু মার্কেট থানা তদন্ত শুরু করে। পরে তা যায় কলকাতা পুলিশের অ্যান্টি ফ্রড সেকশনে। সুনন্দার বিরুদ্ধে যে সব ধারায় মামলা করা হয়েছে তাতে অভিযোগ প্রমাণিত হলে অন্তত ১০ বছরের সাজা তাঁর হতেই পারে। বিচারপতি গঙ্গোপাধ্যায় দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দিয়ে জানান, ১৮ অক্টোবর তদন্তের প্রাথমিক রিপোর্ট দিতে হবে সিআইডিকে।

ওই মামলার সময় প্রাক্তন অধ্যক্ষ মানিক ভট্টাচার্য , বর্তমানে তৃণমূল বিধায়ক, তদন্তে সহযোগিতা করেননি বলে অভিযোগ। কিন্তু তা সত্ত্বেও অ্যান্টি ফ্রড সেকশন কোনও পদক্ষেপ করেনি বলেও অভিযোগ উঠেছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, অন্য মামলায় মানিক ভট্টাচার্য জেলে রয়েছেন। তাই তাঁর বিরুদ্ধে কোনও নির্দেশ দেওয়া হবে না। এ বিষয়ে সিবিআই তদন্তের দাবি খারিজ করে তিনি বলেন, ‘‘এটা একটা স্থানীয় মামলা, সিআইডি তদন্ত উপযুক্ত।’’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!