- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১১, ২০২৩
স্থায়ী সমিতি গঠনে স্থগিতাদেশ, হাই কোর্টে ঝুলে রইল রানিনগরের ভাগ্য

মুর্শিদাবাদের রানিনগর ২ গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে শেষ পর্যন্ত ঝুল রইল এখানকার পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির বোর্ড গঠন। আগামী ১৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সোমবার এই রায় দিয়েছেন। তিনি বলেছেন, যদি এই সমিতি গঠন হয়ে গিয়ে থাকে তাহলে ২০ সেপ্টেম্বরের আগে সেই সমিতি কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। এদিকে স্থানীয় তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন বলেন, আদালতের নির্দেশেই আমরা চলবে। আমাদের সমিতি নির্বাচন হয়ে গেছে। আদালত যদি অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় তাহলে সেটা মানা হবে। আমরা কোনও কংগ্রেস সদস্যকে জোর করে তৃণমূলে নিয়ে আসিনি। এদিকে কংগ্রেসের রানিনগরের পঞ্চায়েত সমিতির কংগ্রেস সভাপতি কুদ্দুস আলি একটি ভিডিওতে বলেছেন থানার বড়বাবু আমায় তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এদিকে সৌমিক হোসেন বলেন, আমাদের সমিতি গঠনের জন্য উপযুক্ত ভোট আছে। তাই দেরি হলেও আমাদের চিন্তা নেই।
প্রথমত অমৃতা সিনহা সোমবার এই মামলার শুনানিতে বলেছেন, যদি এই নির্বাচন না হয়ে গিয়ে থাকে তাহলে তা স্থগিত থাকবে। এসডিও কে এই নির্দেশ দিয়ে বিচারপতি বলেন, এ ক্ষেত্রে আদালতের পরবর্তী নির্দেশের আগে কোনও সিদ্ধান্ত এই বিষয়ে নেওয়া যাবে না।
দ্বিতীয়ত অমৃতা সিনহা এসডিওর উদ্দেশ্যে বলেন, যদি স্থায়ী সমিতি গঠন হয়ে গিয়ে থাকে তাহলে সেই কমিটি ২০ সেপ্টেম্বরের আগে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না।
এদিকে আদালতের এই নির্দেশের পর প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “বিচার ব্যবস্থার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা । মানুষের নিজের প্রতিষ্ঠানের নাম পঞ্চায়েত। তাতে এতো হানাহানি কেন? আর কত খেলে দিদির পেট ভরবে? তৃণমূলের খিদা দেখে মনে হয়, সবকিছু গেলার প্রবণতা , দিদির এতো কিছু গেলার ইচ্ছা কেন? এসব দেখে মনে হয় ওটা পেট না ইন্ডিয়া গেট।”
❤ Support Us