Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১০, ২০২৩

স্বস্তিতে বিদ্যুৎ।পুলিশি জেরায় বাধা নেই তবে এখনই গ্রেফতারি নয়, জানাল হাই কোর্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বস্তিতে বিদ্যুৎ।পুলিশি জেরায় বাধা নেই তবে এখনই গ্রেফতারি নয়, জানাল হাই কোর্ট

পদ ছাড়তেই বিপাকে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর নাম ৫টি এফআইআর করা হয়েছিল। তার ফলে শুক্রবারই তাঁকে শান্তিনিকেতন থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এদিকে এফআইআর খারিজের আবেদন নিয়ে শুক্রবারই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই মামলায় কলকাতা হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চে স্বস্তি দেওয়া পেয়েছেন  বিদ্যুৎ চক্রবর্তী। আদালতের তরফে বলা হয়েছে, আপাতত হাজিরা দিতে হবে না বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারির মত কোনও কড়া পদক্ষেপও পুলিশ করতে পারবে না। তবে বাড়িতে গিয়ে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে।শান্তিনিকেতন থানার জারি করা নোটিসের উপর এই স্থগিতাদেশ জারি করেছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

শুক্রবার কলকাতা হাই কোর্ট জানিয়েছে, ১৪ নভেম্বরের পরিবর্তে ২০ এবং ২২ শে নভেম্বর বিদ্যুৎ চক্রবর্তীকে তাঁর বাড়িতেগিয়ে পুলিশ  জিজ্ঞাসাবাদ করতে পারবে। ২০শে নভেম্বর ৩ টি মামলা এবং ২২ শে নভেম্বর ২ টি মামলায় বিদ্যুৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা যাবে। প্রতিটি মামলায় জিজ্ঞাসাবাদ করা যাবে ১ ঘণ্টা করে। মামলার পরবর্তী শুনানি ২৯ নভেম্বর। এদিকে অসব নিতেই পুলিশের এই সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যুৎ চক্রবর্তী।

বিশ্বভারতীর উপাচার্য পদে কর্মরত অবস্থায় বিদ্যুৎ চক্রবর্তী রাজ্যের শাসক দলের সঙ্গে বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়ে পড়েন। শান্তিনিকেতনের একটি রাস্তার অধিকার নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তাঁর বিবাদ চূড়ান্ত পর্যায় পৌঁছয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাস্তা যাতে সরকার ছেড়ে দেয় তা নিয়ে যে ভাষায় বিদ্যুৎ চক্রবর্তী চিঠি লিখেছিলেন উপাচার্যের প্যাডে সেটা করা যায় কি না তা নিয়েও প্রশ্ন উঠেছিল। তাঁর নানান বিতর্কিত সিদ্ধান্ত, অমর্ত্য সেনের জমি নিয়ে তাঁর অবস্থান তাঁকে বিতর্কিত করে তোলে। তাঁর পাশে প্রচ্ছন্ন ভাবে বিজেপি তখন দাঁড়ালেও এখন পর্যন্ত তাঁর পাশে সেই ভাবে বিজেপিকে দেখা যাচ্ছে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!