Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১৮, ২০২৩

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারে কমিশনের গড়িমসি নিয়ে কেন মামলা নয় ? রাজ্য ও কমিশনকে হলফনামা দিয়ে জবাব চাইল হাইকোর্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারে কমিশনের গড়িমসি নিয়ে কেন মামলা নয় ? রাজ্য ও কমিশনকে হলফনামা দিয়ে জবাব চাইল হাইকোর্ট

বাংলার পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এমনকী পঞ্চায়েত নির্বাচনের সময় নিরাপত্তা ও ভোট পরিচালনায় সাহায্য করার কাজে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগও উঠেছিল রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এই বিষয়ে কমিশনের বিরুদ্ধে মামলা করা হবে না কেন? এটা  জানতে চেয়ে রাজ্য এবং নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

এছাড়াও পঞ্চায়েত নির্বাচনে কতজন মারা গেছেন, তাঁদের নাম সহ পূর্ণাঙ্গ তালিকা। কতজন হোমগার্ডকে ভোটের কাজে নিযুক্ত করা হয়েছিল, রাজ্যের প্রকল্প অনুযায়ী কোন কোন মৃত ব্যক্তির পরিবার ২ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন, আহত বা গুরুতর আহতরা কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ পাবেন না, এই সব বিষয়েও রাজ্য ও কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

সোমবার কলকাতা হাইকোর্ট-এর  প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে এবিষয়ে রাজ্যে ও কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জেলায় লাগাম ছাড়া হিংসার ঘটনা ঘটেছিল। পঞ্চায়েতের মনোনয়ন পর্ব থেকে গণনা, দফায় দফায় বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয়েছিল একাধিক মানুষের। কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে পঞ্চায়েত নির্বাচন  পরিচালনার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বুথে কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি বলে অভিযোগ করেছিলেন বিরোধীরা। বাম, কংগ্রেস, বিজেপি একযোগে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছিল।

পঞ্চায়েত নির্বাচনে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে, এই অভিযোগে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী সহ আরও অনেকে। ওই মামলাতেই সোমবার রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে তাঁদের বক্তব্য জানতে চেয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!