Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ৫, ২০২৩

কলকাতা হাই কোর্টের নির্দেশ : অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন ও র‌্যাগিং- বিরোধী ব্যবস্থা কার্যকর করতে রাজ্যকে

আরম্ভ ওয়েব ডেস্ক
কলকাতা হাই কোর্টের নির্দেশ : অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন ও  র‌্যাগিং- বিরোধী ব্যবস্থা কার্যকর করতে রাজ্যকে

রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করাতে হবে, মঙ্গলবার রাজ্য সরকারকে এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ মঙ্গলবার জানিয়েছে, যে সমস্ত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রভোট হয়নি, সেখানে সব দিক খতিয়ে দেখে অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচনের আয়োজন করতে হবে।

কলকাতা হাই কোর্ট আরও জানিয়েছে, কোনও বিশ্ববিদ্যালয়ে যদি র‌্যাগিং-বিরোধী কমিটি না থাকে, তাহলে অবিলম্বে সেই র্যাগিং বিরোধী কমিটি  গঠন করতে হবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনার পরেই বিশ্ববিদ্যালয়গুলিতে র‌্যাগিং সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে হাই কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি করেছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, বিশ্ববিদ্যালয়গুলিতে র‌্যাগিং, জুনিয়র ছাত্রছাত্রীদের উপর অত্যাচার ঠেকাতে প্রাক্তন সিবিআই ডিরেক্টর আর কে রাঘবনের নামে যে কমিটি গঠন করা হয়েছিল, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা ইউজিসি-র অনুমোদিত কোনও বিশ্ববিদ্যালয়েই সেই নির্দেশিকা সঠিক ভাবে বাস্তবায়িত হচ্ছে না। ওই মামলার সূত্রেই মঙ্গলবার রাজ্যকে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রভোট করানো এবং র‌্যাগিং-বিরোধী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে রাজ্য সরকারের তরফেও কলেজ-বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দলের প্রতীকে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে এক প্রকার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এই বিষয়টি নিয়ে আসন্ন বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিন অর্থাৎ সেপ্টেম্বর বিধানসভায় প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে বলে তৃণমূল পরিষদীয় দল সূত্রে জানা গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!