Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ২৮, ২০২২

আইনের চোখে দুয়ারে রেশন প্রকল্পের বৈধতা নেই, রায় কলকাতা হাই কোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
আইনের চোখে দুয়ারে রেশন প্রকল্পের বৈধতা নেই, রায় কলকাতা হাই কোর্টের

আইনের চোখে দুয়ারে রেশন প্রকল্পের বৈধতা নেই, রায় কলকাতা হাই কোর্টের । বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প ২০১৩-এর জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী ।

একুশের বিধানসভা ভোটে বিপুল জয়ের পর দুয়ারে রেশন প্রকল্প নিয়ে এসেছিল রাজ্য সরকার । তার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় হাই কোর্টে । গত বছর অগাস্ট মাসে রেশন ডিলারদের একটা অংশ, এর বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেছিল । সেই সময়ে বিচারপতি অমৃতা সিনহা ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছিলেন । তারপর ফের ডিভিশন বেঞ্চে মামলা হয় । সেই মামলাতেই এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি চিত্তরঞ্জন সাউয়ের ডিভিশন বেঞ্চ ‘দুয়ারে রেশন’ প্রকল্পকে বেআইনি বলে রায় দিয়েছে ।

একুশের বিধানসভা ভোটের পর বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বার সরকারে এসে মুখ্যমন্ত্রী হওয়ার পরই ‘দুয়ারে রেশন প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বাস্তবে পরিকল্পনা রূপায়ণ করতে গিয়ে হিমশিম খেতে হয় বলে রেশন ডিলারদের । এমনি অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা করেছিল তাদেরই একাংশ । সেই মামলাতেই বুধবার মমতা সরকারের দুয়ারে সরকার প্রকল্পকে বেআইনি ঘোষণা করলেন বিচারপতিরা । শিক্ষক নিয়োগ মামলার পর এবার দুয়ারে রেশন মামলাতেও ব্যাকফুটে সরকার ।

প্রসঙ্গত, তূণমূল সরকারের দেখানো রাস্তায়, দিল্লির কেজরীওয়াল সরকারও রাজধানীতে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রকল্প তৈরি করেছিল । কিন্তু আদালতের আপত্তিতে তা মাঝপথেই থামিয়ে দিতে হয় ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!