- দে । শ
- সেপ্টেম্বর ২৮, ২০২২
আইনের চোখে দুয়ারে রেশন প্রকল্পের বৈধতা নেই, রায় কলকাতা হাই কোর্টের

আইনের চোখে দুয়ারে রেশন প্রকল্পের বৈধতা নেই, রায় কলকাতা হাই কোর্টের । বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প ২০১৩-এর জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী ।
একুশের বিধানসভা ভোটে বিপুল জয়ের পর দুয়ারে রেশন প্রকল্প নিয়ে এসেছিল রাজ্য সরকার । তার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় হাই কোর্টে । গত বছর অগাস্ট মাসে রেশন ডিলারদের একটা অংশ, এর বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেছিল । সেই সময়ে বিচারপতি অমৃতা সিনহা ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছিলেন । তারপর ফের ডিভিশন বেঞ্চে মামলা হয় । সেই মামলাতেই এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি চিত্তরঞ্জন সাউয়ের ডিভিশন বেঞ্চ ‘দুয়ারে রেশন’ প্রকল্পকে বেআইনি বলে রায় দিয়েছে ।
একুশের বিধানসভা ভোটের পর বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বার সরকারে এসে মুখ্যমন্ত্রী হওয়ার পরই ‘দুয়ারে রেশন প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বাস্তবে পরিকল্পনা রূপায়ণ করতে গিয়ে হিমশিম খেতে হয় বলে রেশন ডিলারদের । এমনি অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা করেছিল তাদেরই একাংশ । সেই মামলাতেই বুধবার মমতা সরকারের দুয়ারে সরকার প্রকল্পকে বেআইনি ঘোষণা করলেন বিচারপতিরা । শিক্ষক নিয়োগ মামলার পর এবার দুয়ারে রেশন মামলাতেও ব্যাকফুটে সরকার ।
প্রসঙ্গত, তূণমূল সরকারের দেখানো রাস্তায়, দিল্লির কেজরীওয়াল সরকারও রাজধানীতে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রকল্প তৈরি করেছিল । কিন্তু আদালতের আপত্তিতে তা মাঝপথেই থামিয়ে দিতে হয় ।
❤ Support Us