- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৩, ২০২৩
হাওড়ার অশান্তির ঘটনায় মমতার পাশে রাউত, রাজনৈতিক স্বার্থে দাঙ্গাকে হাতিয়ার করতে চাইছে বিজেপি, দাবি উদ্ধব অনুগামীর
সাম্প্রতিক হিংসা ও অশান্তির ঘটনায় বাংলার পাশে মহারাষ্ট্র। উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত গোটা ঘটনায় বিজেপিকে দায়ী করেছেন। তাঁর কথায়, পরিকল্পিত ভাবে পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে। কেন্দ্রের শাসক দলের ইন্ধনেই যাবতীয় ঘটনা পরিচালিত হচ্ছে। সামনের পঞ্চায়েত ভোটে বিজেপির হারের সম্ভাবনা প্রবল। তাই দাঙ্গাকে হাতিয়ার করে নির্বাচনি বৈতরণী পেরোতে চাইছেন তাঁরা।
রামনবমী উপলক্ষে বৃহস্পতিবার থেকে উত্তপ্ত হাওড়া হুগলি ও দিনাজপুরের একাধিক অঞ্চল। রাজ্যপালের কঠোর নির্দেশে পরিস্থিতি বেশ কিছুটা স্বাভাবিক হলেও এলাকার পরিস্থিতি এখনও বেশ থমথমে। ইতিমধ্যে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও রিপোর্ট বুধবারের মধ্যে কোর্টে পেশ করবার নির্দেশ দিয়েছেন। সাধারণ মানুষের যাতে কোনোভাবে ক্ষতি বিশেষ না হয়, সে দিকে বিশেষ ভাবে নজর দিতে বলা হয়েছে। আদালত তাঁর পর্যবেক্ষণে জানিয়েছে, পুলিশের ভূমিকা কোনো মতেই প্রশ্নাতীত নয়। এমন ঘটনার পুনরাবৃত্তি আটকাতে পুলিশকে আরো সতর্কতার সঙ্গে কাজ করবার নির্দেশ দিয়েছেন বিচারপতি।তাঁরা আরো বলেন, পুলিশের উচিত কোনও নিরীহ মানুষ বিব্রত হচ্ছেন কিনা সেদিকে নজর রাখা। এলাকার শিক্ষামূলক প্রতিষ্ঠান, দোকানবাজার যাতে বিনা বাধায় খোলা যেতে পারে, তাও নিশ্চিত করা উচিত রাজ্যেরই। ৬ এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা।
শিবপুরের অশান্তির ঘটনায় আদালতে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আইনজীবী কোর্টকে বলেন, পুলিশের অনুমতি নিয়ে মিছিল হয়েছিল। ৩০ মার্চের ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে অথচ পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। তিনি এন আইএ তদন্তের দাবি জানিয়েছেন।
❤ Support Us