- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ১৪, ২০২৪
নিট কেলেঙ্কারি : এনটিএ -কে নোটিশ সুপ্রিম কোর্টের। বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করলেন না কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী
প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য অনিয়মের অভিযোগে সিবিআই তদন্তের আবেদনে শুক্রবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) কে নোটিশ জারি করেছে। এই মামলায় দেশের শীর্ষ আদালতে আগামী ৮ জুলাই শুনানি হবে। ইতিমধ্যে পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের মতো বিষয়ে পরীক্ষাগ্রাহক সংস্থা ও কেন্দ্রকে এ বিষয়ে তাঁদের জবাব দিতে বলেছে শীর্ষ আদালত।
গতকালই সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরীক্ষা হলে নানা কারণে যে সমস্ত পরীক্ষার্থীরা ‘গ্রেস মার্কস’ অর্থাৎ বাড়তি নম্বর পেয়েছেন তাঁদের পুনরায় পরীক্ষায় বসতে হবে। উল্লেখ্য, শীর্ষ আদালতের রায়ে তাঁদের প্রাপ্ত গ্রেস নম্বর বাতিল করে দেওয়া হয়েছে। ওই পরীক্ষার্থীদের কাছে এখন মাত্র দুটি বিকল্প রয়েছে। তাঁদের পুনরায় ২৩জুন পরীক্ষা দিতে হবে , নতুবা পরীক্ষাকেন্দ্রের অসুবিধার জন্য প্রাপ্ত গ্রেস নম্বর বাদ দিয়ে যে নম্বর পাওয়া গেছে , তাতেই তাঁদের সন্তুষ্ট থাকতে হবে।
চলতি বছর মার্চ মাসের ৫ তারিখে নিট পরীক্ষা হয়েছিল। সারা দেশের ৪৭৫০ টি কেন্দ্রে ২৪ লক্ষ পরীক্ষার্থী তাতে অংশগ্রহণ করেছিল। জুনের ১৪ তারিখে ফল ঘোষণার কথা থাকলেও তা এগিয়ে নিয়ে আসা হয়। জুনের ৪ তারিখ অর্থাৎ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই নিট পরীক্ষার ফল ঘোষণা করা হয়।
কেন্দ্র যদিও প্রশ্ন ফাঁসের দাবীকে বারবার নস্যাৎ করে দিয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল আশ্বাস দিয়েছিলেন যে, সরকার পরীক্ষার্থীদের উপযুক্ত ন্যায় দিতে বদ্ধপরিকর। তবু আজ দিল্লিতে তাঁর বাস ভবনের বাইরে হাজির হন বেশ কিছু নিট পরীক্ষার্থী। হাতে তাঁদের রি-এক্সাম লেখা প্রচার পত্র। তাঁরা মন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানান। যদিও মন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করেননি । ক্রমশই এই আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশে। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে এই রাজ্যে বিকাশ ভবন সর্বত্রই আন্দোলন জারি আছে। পরীক্ষার্থীদের দাবি, ‘তাঁরা দুর্নীতি চান না। পুনরায় পরীক্ষা দিতে চান।’ সুপ্রিম কোর্ট পরীক্ষা নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করলেও কাউন্সেলিং-এ কোনও স্থগিতাদেশ দেয়নি। ফলে তা খুব শীঘ্রই শুরু হবে।
#WATCH | Rajasthan: Members of NSUI (National Students’ Union of India) protest at District Collectorate in Kota over NEET issue. They are demanding cancellation of the examination. Police use baton charge to disperse the protestors. pic.twitter.com/q0sLiT4Q7J
— ANI (@ANI) June 14, 2024
নিট পরীক্ষার আঁচে জ্বলছে রাজস্থানের কোটা শহরও । ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া আজ জেলা কালেক্টরেট ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। তাদের দাবি অবিলম্বে পরীক্ষা বাতিল করতে হবে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করেছে। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।
❤ Support Us