Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২১, ২০২৩

স্বপ্নার শ্লীলতাহানির পাল্টা বাউন্সার, বিপাকে পৃথ্বী শ

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বপ্নার শ্লীলতাহানির পাল্টা বাউন্সার, বিপাকে পৃথ্বী শ

সেলফি তোলা নিয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার ভোজপুরী অভিনেত্রী স্বপ্না গিল ও তাঁর বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন পৃথ্বী শ এবং তাঁর বন্ধুরা। স্বপ্না গিল ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ওশিওয়ারা থানায় হামলা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ জানিয়েছিলেন পৃথ্বীর বন্ধু সুরেন্দ্র যাদব গিল। সেই অভিযোগের ভিত্তিতে স্বপ্নাদের গ্রেপ্তার করেছিল ওশিওয়ারা থানার পুলিশ। সোমবার আন্ধেরির আদালতে জামিন পাওয়ার পরপরই পাল্টা বাউন্সার স্বপ্না গিলের। পৃথ্বী শ–র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে এসেছেন তিনি। যার ফলে বিপাকে ভারতীয় দলের এই ওপেনার।
১৫ ফেব্রুয়ারি মুম্বইয়ের সান্তাক্রুজের হোটেল সাহারা স্টার ক্যাফেতে বন্ধুদের সঙ্গে হোটেলে ডিনার করতে গিয়েছিলেন ভারতীয় দলের ওপেনার পৃথ্বী শ ও তাঁর বন্ধুরা। এরপর পৃথ্বীকে চিলতে পেরে সেলফি তোলার অনুরোধ করে স্বপ্নার বন্ধু শোভিত। এই নিয়ে ঝামেলা হয়। হোটেলের ম্যানেজারের হস্তক্ষেপে তখনকার মতো ঝামেলা মিটে যায়। পরে স্বপ্নার বন্ধুরা বেসবলের ব্যাট নিয়ে এসে পৃথ্বীর বন্ধুর গাড়ি ভাঙচুর করে। তাঁদের অভিযোগের ভিত্তিতে ভোজপুরী অভিনেত্রী স্বপ্না গিল ও তাঁর তিন বন্ধুকে গ্রেফতার করে ওশিওয়ারা থানার পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ১৪৯, ৩৮৪, ৪৩৭, ৫০৪ এবং ৫০৬ ধারার অভিযোগ নিয়ে আসা হয়।
সোমবার এই মামলার শুনানি হয় এবং বিচার বিভাগীয় হেফাজতে থাকার কিছুক্ষণের মধ্যেই স্বপ্না গিলদের জামিনে মুক্তি দেয় অন্ধেরির আদালত। আর এই জামিন পাওয়ার পরপরই পৃথ্বী শ–র বিরুদ্ধে মুম্বই এয়ারপোর্ট থানায় শ্লীলতাহানিসহ একাধিক অভিযোগ দায়ের করেছেন স্বপ্না গিল। পৃথ্বীর বিরুদ্ধে স্বপ্না যে যে ধারায় অভিযোগগুলি দায়ের করেছেন সেগুলি হল ৩৪, ১২০ বি, ১৪৬, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩৫১, ৩৫৪ এবং ৫০৯।
স্বপ্নার পুলিশের কাছে অভিযোগ করেছেন, তিনি ১৫ ফেব্রুয়ারি বন্ধুদের সঙ্গে ওই পাঁচতারা হোটেলে ডিনার করতে গিয়েছিলেন। সেখানে পৃথ্বী মত্ত অবস্থায় ছিলেন। স্বপ্নার বন্ধু পৃথ্বীকে চিনতে পেরে তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য অনুরোধ করেন। সে সময় পৃথ্বী শ মোবাইল কেড়ে নিয়ে মাটিতে আঁছড়ে ফেলে দেন। স্বপ্নার দাবি, তিনি বন্ধুকে বাঁচাতে পৃথ্বীর দিকে এগিয়ে গিয়েছিলেন এবং তাঁকে অনুরোধ করেন শোভিতকে না মারার জন্য। স্বপ্না অভিযোগ করেছেন, তিনি যখন পৃথ্বীর কাছে এগিয়ে যান, সেই সময় তিনি আপত্তিজনকভাবে স্বপ্নাকে স্পর্শ করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!