শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
চিত্র : সংবাদ সংস্থা
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালিয়ে ধ্বংস করেছিলেন ওসামা বিন লাদেন।
ঘটনাচক্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মঙ্গলবার সিবিআই জানায়, নিয়োগ দুর্নীতি নিয়ে আগামী ১১ সেপ্টেম্বর তাঁর এজলাসে সিবিআই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমউচ্চতার দুর্নীতি ফাঁস করা হবে।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি। সেখানে হাজির ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যে সিবিআইকে নিয়োগ মামলার একের পর এক তদন্তভার দিয়েছিলেন বিচারপতি। মঙ্গলবারও তেমনই একটি মামলায় ২০১৪ সালের টেটের ওএমআর শিটের সম্পর্কে জানতে চান বিচারপতি। এ ব্যাপারে মুখ বন্ধ খামে যাবতীয় তথ্য আগামী ১১ সেপ্টেম্বর দুপুর ৩টের মধ্যে পেশ করতে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তারই প্রেক্ষিতে সিবিআই আর বিচারপতির কথোপকথনে হঠাৎ উঠে আসে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (বিশ্ব বাণিজ্য কেন্দ্র)-এর জোড়া ইমারতের প্রসঙ্গ।
উল্লেখ্য মঙ্গলবারই নিয়োগ সংক্রান্ত একটি মামলা নিয়ে সুপ্রিম কোর্টেও গিয়েছে সিবিআই। কুন্তলের চিঠি সংক্রান্ত সেই মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ এবং তার পরবর্তী কালে বিচারপতি অমৃতা সিংহের নির্দেশকে মনে করিয়ে দিয়ে তারা বলেছে, ‘‘যেখানে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত চলছে, সেখানে নিম্ন আদালতের নির্দেশে আবার কলকাতা পুলিশ কুন্তলের চিঠি মামলায় হস্তক্ষেপ করছে কেন?’’
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34