Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৩, ২০২৪

সেন্ট্রাল বোর্ডের দশম শ্রেণীর ফল প্রকাশ।এবার থেকেই তুলে দেওয়া হল মেধা তালিকা

আরম্ভ ওয়েব ডেস্ক
সেন্ট্রাল বোর্ডের দশম শ্রেণীর ফল প্রকাশ।এবার থেকেই তুলে দেওয়া হল মেধা তালিকা

প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ  সিবিএসই দশম শ্রেণীর ফল। পাশের হারে ছেলেদের টেক্কা দিল মেয়েরা।দশম শ্রেণির পরীক্ষায় সার্বিক পাশের হার ৯৩.৬০ শতাংশ। ২০২৩ সালে মোট পাশের হার ছিল ৯৩.১২ শতাংশ। পাশের হার সার্বিকভাবে  বৃ্দ্ধি পেয়েছে ০.৪৮ শতাংশ। ২০২৪-এ ছাত্রীদের পাশের হার শতাংশ ৯৪.৭৫, ছাত্রদের পাশের হার ৯২.৭১ শতাংশ। পাশের হারে দেশের প্রথম তিরুবনন্তপুরম।দ্বিতিয় স্থানে রয়েছে বিজয়ওয়াড়া, তৃতীয় স্থানে বেঙ্গালুরু , চতুর্থ স্থান দখল করেছে চেন্নাই।এ বছর দশম শ্রেণির পরীক্ষায় ২০ লক্ষ ৯৫ হাজার ৪৬৭ জন পাশ করেছে।মোট পরীক্ষার্থী ছিল ২২ লক্ষ ৩৮ হাজার ৮২৭ জন।পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি, শেষ হয়েছিল ১৩ মার্চ।

এই বছর কোন মেধাতালিকা প্রকাশ করেনি সিবিএসই কর্তৃপক্ষ। তবে প্রাপ্ত নম্বর রিভিউ করাতে চাইলে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে।পরীক্ষা শেষের দিনের ৬০ দিনের মাথায় ফল প্রকাশ করলেন তাঁরা।

রেজাল্ট দেখতে চাইলে cbseresults.nic.in, -এ গিয়ে–
১) প্রথমেই  cbseresults.nic.in -তে যেতে হবে পড়ুয়াদের।

২) যে পেজ খুলবে, সেটার প্রথমেই তিনটি লিঙ্ক দেখা যাবে। তিনটি লিঙ্ক দেওয়া আছে। ‘Secondary School Examination (Class X) Results 2024 (Link 1) – Announced on 13th May 2024‘, ‘Secondary School Examination (Class X) Results 2024 (Link 2) – Announced on 13th May 2024‘ এবং ‘Secondary School Examination (Class X) Results 2024 (Link 3) – Announced on 13th May 2024’ রয়েছে। যে কোনও একটি লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেই পেজের উপরেই আছে ‘Secondary School Examination (Class X) 2024’। রোল নম্বর, স্কুল নম্বর, জন্মতারিখ এবং অ্যাডমিট কার্ড আইডি দিতে হবে। তাহলেই স্ক্রিনে CBSE দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখতে পাবে পড়ুয়ারা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!