Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২০, ২০২৩

ভূস্বর্গ থেকে সেনা প্রত্যাহার ! আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রক

আরম্ভ ওয়েব ডেস্ক
ভূস্বর্গ থেকে  সেনা প্রত্যাহার ! আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রক

কাশ্মীর থেকে সেনা সরানোর ব্যাপারে চিন্তা ভাবনা করছে কেন্দ্রীয় সরকার। ৩৭০ ধারায় বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর  ভূস্বর্গে  অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। কেন্দ্রের ধারণা, উপত্যকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক। তাই উপত্যকায় মজুত সামরিক শক্তির পরিমাণ কমানোর প্রস্তাব বিবেচনা করে দেখা হচ্ছে। চূড়ান্ত অনুমোদন পেলে কেবলমাত্র নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন থাকবে সামরিক বাহিনী ।

নিরাপত্তার সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিদের কথায়, দীর্ঘদিন ধরে, কাশ্মীর থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রস্তাব পাঠানো হচ্ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, সশস্ত্র বাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশ বহু বার এ ব্যাপারে বৈঠক করেছেন। সংবাদ সংস্থার সূত্রে খবর, আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। শীর্ষ স্তরে এ প্রস্তাব অনুমোদন পেলে উপত্যকার নিরাপত্তার দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন সেনা জওয়ানরা। তবে, সন্ত্রাস মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে তদারকি চালানোর কাজ সিআরপিএফ জওয়ানরা করে যাবেন।

জম্মু-কাশ্মীরে এমুহুর্তে প্রায় ১.৩ লক্ষ সেনা মোতায়েন রয়েছে। যার মধ্যে সীমান্তে রয়েছে প্রায় ৮০ হাজার। রাষ্ট্রীয় রাইফেলসের প্রায় ৪০ থেকে ৪৫ হাজার সেনা কাশ্মীরের বিস্তীর্ণ অংশে নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন। সিআরপিএফের জম্মু ও কাশ্মীরে প্রায় ৬০ হাজার কর্মী মোতায়েন রয়েছে। যার মধ্যে ৪৫ হাজারের কাশ্মীর উপত্যকায়। সন্ত্রাস কবলিত কাশ্মীর উপত্যকায় শান্তি ফেরাতে এ বিপুল সেনা সমাবেশ। কেন্দ্রের বক্তব্য, সামরিক বাহিনীর সমাবেশ ভূস্বর্গের আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতির উন্নতি ঘটিয়েছে। এসেছে শান্তি। পূর্বে সেনাকে উদ্দেশ্য করে পাথর ছোঁড়ার মত ঘটনার সাক্ষ্মী থেকেছে উপত্যকাবাসী। বর্তমান তেমন ঘটনার সংখ্যা কম। পরিস্থিতি বিবেচনা করে সেনা সরানোর পথে হাটচতে চাইছে কেন্দ্রীয় সরকার । বিষয়টি এখনও স্বরাষ্ট্রমন্ত্রকের বিবেচনাধীন। তবে সেনা সরানো হলেও কাশ্মীরে নির্বাচন কবে তাঁর সদুত্তর মেলেনি এখনও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!