Advertisement
  • দে । শ
  • জুন ১৩, ২০২৪

গাছেদের জন্য খরচ করেন লক্ষ লক্ষ টাকা, কে এই হরিয়ানার ‘গাছ মানব’?

আরম্ভ ওয়েব ডেস্ক
গাছেদের জন্য খরচ করেন লক্ষ লক্ষ টাকা, কে এই হরিয়ানার ‘গাছ মানব’?

পৃথিবীতে দূষণের মাত্রা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন । মানুষের অগ্রগতির এক একটি ধাপের বলি হচ্ছে লক্ষ লক্ষ গাছ। পৃথিবীতে একমাত্র এই জীবটিই পারে মানুষ তথা সমগ্র সৃষ্টিকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করতে। এসব কথা আমরা চিন্তা করি , কিন্তু বাস্তবায়িত করার চিন্তাভাবনা করি কজন? তবে চণ্ডীগড়ের পুলিশ কনস্টেবল দেবেন্দ্র সুরা এক দশক ধরে সে কাজ মন দিয়ে করে চলেছেন ।
চণ্ডীগড়ের স্থানীয় মানুষেরা তাঁকে ‘ট্রি ম্যান’ বা গাছ মানব নামে চেনেন। জনগণকে সচেতন করার পাশাপাশি নতুন গাছ লাগানো, তাদের পরিচর্যা করার পিছনে নিজের বেতনের বেশিরভাগটাই খরচ করেন তিনি। শুধু গাছেদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নেন এই পুলিশকর্মী । হরিয়ানার সোনিপতের বাসিন্দা দেবেন্দ্র নিজের এলাকায় চালু করেছেন ‘জনতা নার্সারি’।ইতিমধ্যে রাজ্যের নানা স্থানে আড়াই লক্ষের বেশি গাছ লাগিয়েছেন তিনি। দেবেন্দ্র জানিয়েছেন , তাঁর বাবা অবসর প্রাপ্ত সেনা কর্মী। তিনি তাঁর পেনশন সংসার চালাতে খরচ করেন। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত দেবেন্দ্র আছেন সবুজের মাঝেই। গাছ নিয়ে তাঁর পরিবার। গাছ লাগানোর জন্য বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও চণ্ডীগড় পুলিশের ডিজিপি, এসএসপি-সহ অনেক আইএএস ও আইপিএস অফিসার তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

বৃক্ষপ্রেমী দেবেন্দ্র সময় পেলেই হরিয়ানার সোনিপত, রোহতক, মহেন্দ্রগড়, কারনাল ও অন্য জায়গায় ভ্রমণ করেন ৷ সে সব এলাকায় প্রকৃতি প্রেমীদের সহায়তায় বৃক্ষরোপণ অভিযান শুরু করেন । এখন বিভিন্ন এলাকা থেকে বৃক্ষরোপণের জন্য তাঁর ডাক আসে। গাছেদের হাত ধরে দেবেন্দ্র বিভিন্ন সম্মানে সম্মানিত হয়েছেন। ২০২৩ সালে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি দিল্লি আইআইটিতে তাঁকে বিশেষ সম্মান প্রদান করেন।
পুলিশের ভিআইপি নিরাপত্তারক্ষী হিসেবে নিযুক্ত দেবেন্দ্র সাইকেলে বৃক্ষরোপণের প্রচার চালান । চণ্ডীগড় ও সোনিপতের দু চাকার বাহনে চেপে ঘুরে ঘুরে গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণের প্রচার চালান চণ্ডীগড়ের ‘গাছ মানব’।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!