Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১২, ২০২৩

রেশন দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ। জ্যোতিপ্রিয়-বাকিবুর সহ ১০ ভুয়ো সংস্থার নাম। ১০০ কোটির দুর্নীতি, দাবি ইডির

আরম্ভ ওয়েব ডেস্ক
রেশন দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ। জ্যোতিপ্রিয়-বাকিবুর সহ ১০ ভুয়ো সংস্থার নাম। ১০০ কোটির দুর্নীতি, দাবি ইডির

জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারের ৪৬দিন পর রেশন বণ্টন দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করল ইডি। মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে এই চার্জশিট পেশ করেছে ইডি। চার্জশিটে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মিল ব্যবসায়ী বাকিবুর রহমান ছাড়াও রয়েছে দশটি ভুয়ো সংস্থার নাম, এমনটাই ইডি সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই সংস্থাগুলির মাধ্যমেই দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে।

জ্যোতিপ্রিয়, বাকিবুর গ্রেফতারের পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়েছিল রেশন দুর্নীতির টাকা অন্য খাতে বিনিয়োগ করতে কেবল নিজের স্ত্রী-কন্যাই নন, শ্যালক এবং শাশুড়িকেও কাজে লাগিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বণ্টন দুর্নীতি মামলায় অবৈধ উপায়ে পাওয়া টাকাকে বৈধ করতে জ্যোতিপ্রিয় ভুয়ো সংস্থা খুলেছিলেন বলেও দাবি করেছিল ইডি। এই সংস্থাগুলির সঙ্গে যুক্ত ছিলেন জ্যোতিপ্রিয়-ঘনিষ্ঠ মিল মালিক বাকিবুর রহমান, যিনি এখন ইডির হেফাজতে। ইডির তরফে আদালতে ৩ হাজার পাতার নথি জমা দেওয়া হয়েছে। এছাড়াও ইডির তরফে আদালতে ডিজিটাল নথিও জমা দেওয়া হয়েছে । ইডি মনে করছে এই দুর্নীতির আর্থিক মূল্য ১০০ কোটি টাকা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!