Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৩০, ২০২৪

মুখ্যসচিবের নির্দেশ, আবাস যোজনায় ন্যায্য প্রাপকদের বঞ্চিত করা চলবে না

আরম্ভ ওয়েব ডেস্ক
মুখ্যসচিবের নির্দেশ, আবাস যোজনায় ন্যায্য প্রাপকদের বঞ্চিত করা চলবে না

আবাস যোজনায় উপভোক্তাদের নাম বাতিল নিয়ে রাজ্য জুড়ে ইতিমধেই উঠেছে নানা অভিযোগ । মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, কেন্দ্রের আরোপিত শর্তে নয়, আবাস যোজনার বাড়ি দেওয়া হবে মানবিক দৃষ্টিভঙ্গিতে । এরপরই আজ নবান্নে সরকারি আধিকারীকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ পন্থ । চলতি আবাস যোজনা প্রকল্পের সমীক্ষার কাজ নিয়ে পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। প্রকল্পের সুবিধা থেকে ন্যায্য প্রাপকরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হন, তা সুনিশ্চিত করতে হবে বলে আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছেন।

বুধবার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, বিডিও ও এসডিওদের সঙ্গে নিয়ে আবাস যোজনা নিয়ে বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ পন্থ । সেই বৈঠকে ন্যায্য প্রাপকদের নাম তালিকা থেকে বাতিল করা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেকটি অভিযোগের যথাযথ উত্তর দিতে হবে । মালদা এবং নদীয়া জেলায় আবাস যোজনায় নাম বাতিলের সংখ্যা সবচেয়ে বেশি, এপ্রসঙ্গে জেলাশাসকদের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি । যাঁদের বাদ পরেছে তালিকা থেকে, তাঁদের তথ্য পুনরায় যাচাই করার নির্দেশ দেন মুখ্যসচিব । তিনি বলেন তালিকায় নাম অন্তর্ভূক্তির ক্ষেত্রে রাজ্য সরকারের মানবিক দৃষ্টিভঙ্গিকেই গুরুত্ব দিতে হবে ।

এর আগে দুর্নীতির অভিযোগে আবাস যোজনার প্রদেয় বরাদ্দ রদ করেছিল কেন্দ্র । রাজ্যের শাসক দল এর বিরোধীতায় বহুবার নয়াদিল্লিতে দরবার করেছে, তাদের অভিযোগ অন্যায় ভাবে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখে, রাজ্যবাসীকে অধিকার থেকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার । গত লোকসভা নির্বাচনের আগেই মমতা বন্দোপাধ্যায় বলেছিলেন, ডিসেম্বর থেকেই রাজ্য সরকার, এই টাকা বঞ্চিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক কিস্তিতে দেবে । সেই কাজ সুষ্ঠভাবে করার জন্যই আজকের এই বৈঠক ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!