Advertisement
  • দে । শ
  • জুন ১, ২০২২

চিনের নতুন সমস্যা, প্রবীণদের সংখ্যা বৃদ্ধি।

চিনের নতুন সমস্যা, প্রবীণদের সংখ্যা বৃদ্ধি।

চিনের জনসংখ্যা কমছে । কারণ কী? জন্ম নিয়ন্ত্রণের কড়াকড়ি না জনবিস্ফোরণের চেহারা দেখে আতঙ্কিত সরকারের নির্দেশ এক সন্তান এক দম্পতি নীতি। গত চার দশকে চিনের জনসংখ্যা ৬৬ থেকে বেড়ে ১৪০ কোটি দাঁড়িয়েছে। গত বছর জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ৪,৮০, ০০০ বিলিয়ন। বৃদ্ধির হার আগের তুলনায় কম । ৬০ বছরের মধ্যে নিম্নগামী জন্মহার এই প্রথম। বিশেষজ্ঞদের অভিমত, এক সন্তান নীতি চালু করে চিন সুফল পেয়েছে । উৎপাদন বেড়েছে। আয় বেড়েছে । খরচ কমেছে। বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশে অন্য দুটি সমস্যা তৈরি হয়েছে। কর্মক্ষম মানুষের সংখ্যায় হ্রাস এবং প্রবীণদের সংখ্যা বৃদ্ধি ।


❤ Support Us
error: Content is protected !!