- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১০, ২০২৩
তাইওয়ান প্রেসিডেন্টের মার্কিন সফর । পূর্ব চিন সাগরে যুদ্ধ বিমান, নৌসেনার মহড়া চালিয়ে চোখ রাঙানি চিনের
মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভের অধ্যক্ষ কেভিন ম্যাককার্থির সঙ্গে বৈঠক সেরে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন লস অ্যাঞ্জেলস থেকে তাইপেইতে ফিরেছেন। এই আবহে চিনের সঙ্গে তাইওয়ানের সম্পর্কে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। তাইওয়ান সংলগ্ন এলাকায় চিন সামরিক সক্রিয়তা বাড়িয়েছে। তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক টুইট করে এখবর জানিয়ে বলেছে, স্বদেশকে রক্ষা করার জন্যে দরকার হলে লড়াই করবে তাইওয়ান।
তাইওয়ানের চারপাশে চক্কর দিয়েছে চিনের ৭১টি যুদ্ধবিমান। এছাড়া তাইওয়ান জলসীমা সংলগ্ন এলাকায় রয়েছে চিনের আরও ১১টি যুদ্ধজাহাজ। চিনের এই সামরিক মহড়ার ফলে যুদ্ধের আবহ দেখা দিয়েছে। শনিবার থেকে শুরু হয়েছে চিনের এই সামরিক মহড়া।
চিনের সামরিক মহড়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বলা হয়েছে, উত্তেজনা বাড়িয়ে তুলে চিন অনভিপ্রেত কাজ করছে। বেজিংয়ের উচিত আঞ্চলিক স্থিতাবস্থা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। মার্কিন যুক্তরাষ্ট্র আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় দায়বদ্ধতা পালন করবে। তবে তাইওয়ানকে সামরিক শক্তি জোগানোর পথে যাবে কিনা মার্কিন যুক্তরাষ্ট্র সেটা এখনও পরিষ্কার নয়। এব্যাপারে মুখ খোলেনি মার্কিন যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, তাইওয়ান স্বশাসিত রাষ্ট্র হলেও চিন লাগাতারভাবে দাবি করে চলেছে, তাইওয়ান চিনের অংশ। ১৯৪৯ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকেই তাইওয়ান স্বশাসিত।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে চিন ও তাইওয়ানের মধ্যে জটিলতা সৃষ্টি হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপারটা অযৌক্তিক বলেই মনে করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিমত, সাই ইং ওয়েনের মার্কিন যুক্তরাষ্ট্রের সফর নিতান্তই রুটিনমাফিক ব্যাপার। চিনের আগবাড়িয়ে এব্যাপারে প্রতিক্রিয়া দেখিয়ে সঠিক কাজ করছে না।
বেজিং অবশ্য এসবে কর্ণপাত করতে একেবারেই নারাজ। উপরন্তু বেজিং জানিয়েছে, তাইওয়ানকে সতর্ক করতেই চিন সামরিক মহড়া চালাচ্ছে। এই টানাপোড়েনের জেরে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এখনই তা বলা যাচ্ছে না। এও দেখার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিন দুই সুপার পাওয়ার তাইওয়ান ইস্যুতে বিপরীতধর্মী অবস্থান নেওয়ায় তাইওয়ানের ভবিষ্যৎ কী দাঁড়াবে।
❤ Support Us