- এই মুহূর্তে দে । শ
- জুন ১৩, ২০২৩
কাঠমাণ্ডুতে অপার বিস্ময়। ৬ মিলিয়ন ডলারের বিদেশি মুদ্রাসহ ত্রিভুবন বিমান বন্দরে ধৃত চিনা নাগরিক।স্থানীয় ব্যাঙ্কেও জমা বিপুল অর্থ। রহস্যময় নাগরিকের পরিচয় কী ? প্রশ্ন প্রশাসনের

৬ মিলিয়ন ডলারের সমতুল্য বিভিন্ন দেশের মুদ্রাসহ চিনের একজন নাগরিককে আটক করা হয়েছে কাঠমাণ্ডুর আন্তর্জাতিক বিমান বন্দরে। বিমান ওঠার মুহুর্তে কাস্টম কর্মীদের নজরে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে আসা হয় সংশ্লিষ্ট দপ্তরে এবং জেরা করে কাস্টম কর্মীরা জানতে পারেন, তিনি বিপুল পরিমাণ টাকা নিয়ে কুয়ালালামপুর যাচ্ছিলেন। চিনা নাগরিকের নাম ফেং চাংওয়েন। দুদিন কাঠমাণ্ডুতে ছিলেন, হোটেলে। জেরা করে পুলিশ জানতে পেরেছে, নেপালের একটি ব্যাঙ্কে চিনের এই নাগরিক লক্ষ লক্ষ টাকা জমা রেখেছেন।
কাঠমাণ্ডুতে তাঁর উপস্থিতি রহস্যজনক। রুটিন চেক-আপের সময় তাঁর স্যুটকেসে বিপুল পরিমাণ মুদ্রা আবিষ্কার করেন কাষ্টম কর্মীরা। ধৃত চিনা নাগরিক সেঙ্গ চাঙ্গওয়েনকে রাজস্ব দপ্তরের কর্মীরা জেরা করছেন। নেপালের একটি অন লাইন ম্যাগাজিন সরকারি সূত্র উল্লেখ করে বলেছে, স্থানীয় সিটিজেন ব্যাঙ্কে চিনা নাগরিক গত কয়েকদিনে ১০.২ মিলিয়ন নেপালি মুদ্রা জমা দিয়েছেন। তদন্তকারী একজন অফিসার বলেছেন, এর বাইরে ১২ মিলিয়ন নেপালি মুদ্রা তিনি জমা দিয়েছেন ব্যাঙ্কে।
সম্প্রতি, তিনবার নেপাল সফর করেছেন তিনি। তাঁর রহস্যময় গতিবিধি এবং বিপুল পরিমাণ নগদ ডলার সহ কুয়ালালামপুর যাত্রার উদ্দেশ্য রহস্যজনক। প্রশ্নের সদুত্তর দিতে পারেন নি। নেপালের গোয়েন্দা পুলিশ, কাস্টম বিভাগ এবং বিদেশ মন্ত্রক বিষয়টিতে তাজ্জব। কুলুপ চিনের মুখে। এরকম বড়ো অঙ্কের বিদেশি মুদ্রা পাচারের ঘটনা, নেপালে, প্রকাশ্যে এই প্রথম। দেশ জুড়ে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে।
❤ Support Us