Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ৪, ২০২২

‌গাজোলে মৎস ব্যবসায়ীর বাড়ি থেকে কোটির বেশি টাকা উদ্ধার

আরম্ভ ওয়েব ডেস্ক
‌গাজোলে মৎস ব্যবসায়ীর বাড়ি থেকে কোটির বেশি টাকা উদ্ধার

মালদহের গাজোলে এক মৎস ব্যবসায়ীর বাড়ি থেকে ১ কোটি ৩৯ লক্ষ ৩ হাজার টাকা উদ্ধার করল সিআইডি। রবিবার গাজোলের ঘাকশোলে মৎস ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে হানা দেন সিআইডি–র আধিকারিকরা। বাড়িতে তল্লাশি চালিয়ে টাকা উদ্ধার হয়। টাকা উদ্ধারের পর সঙ্গে সঙ্গে টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হয়। টাকার পরিমান আরও বাড়তে পারে বলে সূত্র থেকে জানা গেছে।

রবিবার বেলা ১২টা নাগাদ সিআইডির একটি দল জয়প্রকাশ সাহার বাড়িতে হানা দেয়। শুরু হয় তল্লাশি। সেই তল্লাশিতে জয়প্রকাশের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে। বিপুল টাকা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই জয়প্রকাশের বাড়ির আশপাশে কৌতূহলী মানুষ ভিড় জমাতে শুরু করে। অভিযানের সময় জয়প্রকাশ সাহার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়। তল্লাশির সময় ওই মৎস্যজীবীর বাড়িতে বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সূত্র মারফৎ জানা গিয়েছে, জয়প্রকাশ নামে ওই মৎস্য ব্যবসায়ী সীমান্ত এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত। নিষিদ্ধ কফ সিরাপ বাংলাদেশে পাচার করতেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ। মূলত ফেনসিডিল বিক্রি করে নাকি তিনি এই অর্থ জমিয়েছিলেন। জয়প্রকাশের বাড়িতে টাকা পাওয়া যেতে পারে সেই খবর পেয়েই হানা দেয় সিআইডি। তার ভিত্তিতেই তল্লাশি চালায়। জয়প্রকাশকে গ্রেপ্তার করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!