- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২৩, ২০২৩
“সফর সফল, বিনিয়োগ আসছে” ! স্পেন, আমিরশাহিতে শিল্প বৈঠক সেরে কলকাতায় ফিরে বললেন মুখ্যমন্ত্রী
১২ দিনের বিদেশ সফর শেষে সব মিলিয়ে কিছু লগ্নি, কিছু সমঝোতা এবং অনেকটা প্রত্যাশা নিয়ে শনিবার নিজের রাজ্যে ফিরলেন বাংলার মুখ্যমন্ত্রী।কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। কেমন হল সফর? দেশে ফেরার পর বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর জবাব, ‘‘সফর সফল। বিনিয়োগ আসছে।’’ তিনি আরও বলেন, ‘‘মাদ্রিদ, বার্সেলোনা এবং দুবাইতে আমরা বাণিজ্য সম্মেলন করেছি। ফিকি এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স সবটা আয়োজন করেছিল। এত সফল কর্মসূচি আমি খুব কম দেখেছি।বড় বড় চুক্তি হয়েছে।’’
১২ দিনের এই সফরে স্পেনের মাদ্রিদ এবং বার্সেলোনা, সংযুক্ত আরব আমিরশাহির দুবাই এই তিন শহরে যান মুখ্যমন্ত্রী। তিন শহরেই পূর্বপরিকল্পনা মতো যাবতীয় কর্মসূচি হয়েছে। তিন শহরে হয়েছে তিনটি শিল্প সম্মেলন। তিন শহরেই প্রবাসী বাঙালি তথা ভারতীয়দের সঙ্গে মিলিত হয়েছেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র শিল্প বা লগ্নি আনার বৈঠকই নয়, ফুটবল এবং বইমেলাও মুখ্যমন্ত্রীর এই সফরে বিশেষ জায়গা পেয়েছে।
মুখ্যমন্ত্রীর এই সফরের মুখ্য উদ্দেশ্য ছিল রাজ্যে বিনিয়োগ আনা। সেই সঙ্গে ছিল বাংলার, বাঙালির ফুটবলের উন্নয়ন। লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজ় স্বয়ং হাজির ছিলেন মাদ্রিদের অনুষ্ঠানে। এমনিতেই গত দেড় বছর ধরে ভারত তথা বাংলার ফুটবল বাজারে নজর দিয়েছে লা লিগা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফুটবল লিগের মহকর্তা জানিয়ে দিয়েছেন, বাংলার ফুটবলের জন্য তাঁরা কাজ করতে আগ্রহী। তার পরেই লা লিগাকে অ্যাকাডেমি করার জন্য যাদবপুর-সন্তোষপুরের কিশোরভারতী স্টেডিয়াম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মমতার সফর দলে ছিলেন কলকাতার তিন বড় ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানের কর্তারাও। ইউরোপীয় ফুটবলের অন্যতম শক্তিধর ক্লাব রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতেও গিয়েছিলেন মমতা। ছিলেন সৌরভও। পরিকাঠামো, ফুটবলের বিপণন দেখে মমতা বলেন, ‘‘এখান থেকে আমরা নতুন আইডিয়া পেলাম।’’ বার্নাবিউর স্টোর থেকে সৌরভকে একটি বল উপহার দেন মমতা। কলকাতায় পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিংয়ের কর্তারা যান, খেলা নিয়েও অনেক সদর্থক আলোচনা হয়েছে।
❤ Support Us