- এই মুহূর্তে দে । শ
- জুলাই ১৭, ২০২৪
মহরম ঘিরে সৌহার্দ্যের বার্তা মুখ্যমন্ত্রীর, শহরে ২৩০ টি শোভাযাত্রার আয়োজন

বুধবার ইসলামিক ক্যালেন্ডারের অন্যতম বিশেষ দিন মহরম। শিয়া সম্প্রদায়ের মানুষজন এই দিন কারবালার মরু প্রান্তরে নবী হজরত মহম্মদের দুই দৌহিত্র ইমাম হোসেন ও হাসানের বীর আত্মত্যাগের গাথাকে স্মরণ করে। মহরম উপলক্ষে বিভিন্ন মসজিদ ও মাজার থেকে জৌলুসের আয়োজন করা হয়। বাংলা সাহিত্যের ইতিহাসেও ছড়িয়ে আছে এই বীর গাথা। যার সর্বোৎকৃষ্ট উদাহরণ মীর মশারফ হোসেনের ‘বিষাদসিন্ধু।’ কাজি নজরুল ইসলামের বিভিন্ন লেখাতেও ছড়িয়ে আছে এই কাহিনি।
মহরমকে কেন্দ্র করে কলকাত সহ রাজ্যের একাধিক এলাকায় বিভিন্ন অনুসষ্ঠানের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে দিনটিকে স্মরণ করেছেন। তিনি লিখেছেন, ‘পবিত্র মহরম অন্যায়ের সঙ্গে আপোশ না করার শিক্ষা দেয়।আসুন, আমরা সকলে মিলে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাই ।’
পবিত্র মহরম অন্যায়ের সঙ্গে আপোশ না করার শিক্ষা দেয়।
আসুন, আমরা সকলে মিলে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাই।— Mamata Banerjee (@MamataOfficial) July 17, 2024
মহরম উপলক্ষে শহরে ২৩০ টি শোভাযাত্রা বেরোতে পারে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে। লালবাজার সূত্রে খবর, পাঁচটি বড় তাজিয়া বের হতে পারে। পোর্তুগিজ চার্চ থেকে শুরু হয়ে ক্যানিং স্ট্রিট ,লালবাজার ও বিবি গাঙ্গুলী স্ট্রিট হয়ে তা পৌঁছবে শিয়ালদহে। এছাড়া রাজাবাজার থেকে একটি শোভাযাত্রা পৌঁছতে পারে শিয়ালদহে। সকল শোভাযাত্রা একই সঙ্গে পৌঁছতে পারে বেলেঘাটায়। ফলত রাস্তাগুলি বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। কলুটোলা থেকে শুরু হয়ে রবীন্দ্র সরণী তারপর ডোরিনা ক্রসিং, খিদিরপুর, ওয়াটগঞ্জ হয়ে আরও একটি তাজিয়া পৌঁছবে সাহেবপুর অঞ্চলে।
স্পর্শকাতর এলাকায় পুলিশ পিকেট মোতায়েন থাকবে । সারা শহরে ২০০টির মতো পুলিশ পিকেট থাকবে শহরে। এছাড়াও বহাল থাকছে কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্স। পাশাপাশি পুলিশ পেট্রোলিং গাড়ি গোটা শহরজুড়ে টহল দেবে ।
❤ Support Us