- দে । শ প্রচ্ছদ রচনা
- জুলাই ১৭, ২০২৪
পুজা কমিটি নিয়ে মঙ্গলে বৈঠক মমতার

বাঙালির জাতীয় উৎসব দুর্গাপুজার আর নব্বই দিনও বাকি নেই। ইতিমধ্যে ভরা শ্রাবণের মাঝেই সাদা মেঘের আনাগোনা দেখে উৎসবের জন্য তৈরি হচ্ছে বাঙালি। জুলাই মাস থেকেই দিন গোনা শুরু হয়ে যায়। এই আবহে আগামী মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পূজা কমিটিগুলি ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে মহাপূজা । ইতিমধ্যে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে বাঙালির প্রাণের উৎসব। তাই আয়োজনে কোনও খামতি রাখতে চান না মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিক, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী,পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে কলকাতা পুলিসের পদস্থ আধিকারিকেরা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ প্রশাসনের শীর্ষকর্তারা,দমকল, কলকাতা পুরসভা, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সিইএসসির মতো পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা । সুত্র মারফত জানা গেছে বৈঠকে সর্বধর্মের প্রতিনিধিরাও থাকবেন । মুখ্যমন্ত্রী প্রতি বছর বারোয়ারি পুজো কমিটির সরকারি অনুদান থেকে শুরু করে বিদ্যুতের বিল সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করে থাকেন ,এবারেও সেরকম করবেন বলে আশা করছেন পুজা কমিটির সদস্যরা।
এক সময় ষষ্ঠী থেকে পুজা উদ্বোধন করা হত। তবে দিন বদলেছে। এখন থিম পুজোর ধাক্কায় পিতৃপক্ষের অবসান অর্থাৎ মহালয়া থেকেই পুজা উদ্বোধনের ধুম পড়ে যায়। সেদিকে লক্ষ্য রেখে যেন প্রশাসন নিজের কাজ সঠিকভাবে পালন করতে পারে, সে উদ্দেশ্যে বৈঠক ডেকেছেন মমতা। সরকারের মুখোমুখি বসে কমিটিগুলি তাদের পারস্পরিক দাবি দাওয়া তুলে ধরতে পারে। মোট কথা , বাঙালির উৎসবের দিন গুলি যেন আরও উতৎসবমুখর হয়ে ওঠে সেদিকে নজর রাখছে সরকার।
❤ Support Us