Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১৫, ২০২৩

“বাংলায় শিল্প গড়ার আদর্শ পরিকাঠামো আছে, আপনারা আসুন”, মাদ্রিদের শিল্প সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরম্ভ ওয়েব ডেস্ক
“বাংলায় শিল্প গড়ার আদর্শ পরিকাঠামো আছে, আপনারা আসুন”, মাদ্রিদের শিল্প সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মাদ্রিদে শিল্প সম্মেলন থেলে স্পেনের শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার সফল শিল্পের কাণ্ডারি হিসাবে ঘোঘণা করলেন ইমামি গোষ্ঠী, রমাপ্রসাদ-সঞ্জীব গোয়াঙ্কা গোষ্ঠীর প্রতিনিধিরা, এবং মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী শিল্পপতি ও ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের প্রতিনিধি। তাঁরা বললেন, “পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে এখন অন্যতম শ্রেষ্ঠ বিনিয়োগবন্ধু রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপযুক্ত নেতৃত্বে বাংলায় এখন আগের মতো শ্রমিক সমস্যা নেই, কোনও ম্যানডে’জ নষ্ট হয় না। বাংলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রয়েছে এবং রাজারহাটে গড়ে উঠছে তথ্যপ্রযুক্তির সিলিকন ভ্যালি৷ তাই আপনারা আসুন, পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুণ।”

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর ভাষণে রাজ্যের শিল্প সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ ক্ষুদ্রশিল্প, চরম শিল্প ইত্যাদিতে  অগ্রগন্য, আমরা মহিলাদের ক্ষমতায়নে বিশ্বাস করি। শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের নিয়ে রাজ্যে শিল্প বিষয়ক কমিটি আছে। প্রকল্প অনুমোদনের জন্য একজানালা পদ্ধতি আছে। আমার বিনীত অনুরোধ, আপনারা যাঁরা শিল্পের সঙ্গে জড়িত তাঁরা বাংলায় আসুন। পশ্চিমবঙ্গের বীরভূমের দেউচা পাচামিতে এশিয়ার বৃহত্তম খোলামুখের কয়লা খনি গড়ে উঠছে। অফুরন্ত বিদ্যুৎ এবং দক্ষ কর্মী ও শ্রমিক পশ্চিমবঙ্গে শিল্পস্থাপনের ভিত্তি। উন্নত যোগাযোগ ব্যবস্থা আছে। মেধাই বাংলার মূল সম্পদ। সদ্য চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে চন্দ্রযান ৩। এই প্রকল্পের বিজ্ঞানিদের মধ্যে ৪০ জন বাংলার মানুষ। নাসায় যে বিজ্ঞানীরা কর্মরত তার মধ্যে ৫০% বাঙালি।” মুখ্যমন্ত্রী এরপর রাজ্যের জনমুখি প্রকল্পগুলি তুলে ধরতে গিয়ে বলেন, “বাংলার সরকার শিক্ষাকে পুরোপুরি বিনামূল্যে পড়ুয়াদের কাছে পৌঁছে দিয়েছে। সামাজিক প্রকল্পে বাংলা প্রথম। কন্যাশ্রী সহ নানা বৃত্তি দেওয়া হচ্ছে স্কুল, কলেজ ও উচ্চশিক্ষার জন্য, যাতে অর্থাভাবে কোনও মেয়ে পড়ুয়ার লেখাপড়া বন্ধ হয়ে না যায়। একই ভাবে স্বাস্থ্য পরিষেবাও রাজ্যের মানুষকে বিনা পয়সায় দেওয়া হয়।”

মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডারের কথা এদিন উল্লেখ করেন। বলেন বাংলায় মেয়েদের বিয়ের জন্য অর্থ প্রদান করা হয়। এমন কি কেউ সন্তান প্রসব করলে, কারও পরিবারে কেউ প্রয়াত হলে সেই পরিবারকে পর্যন্ত অর্থ সাহায্য করা হয়। আমরা চাই সবাই মাথা তুলে বেঁচে থাকে। বাংলার দুর্গাপূজা যে ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে সেই বিষয়টিও মুখ্যমন্ত্রী তুলে ধরেন। বলেন, “বাংলায় দুর্গাপূজা,  ঈদ, বড়দিন সব হয়। সর্বধর্ম সমন্বয় বিরাজ করে বাংলায়। বাংলায় স্বাধীনতা সংগ্রামী ছিলেন, রবীন্দ্রনাথ ছিলেন, যিনি নোবেল পেয়েছিলেন। নোবেল জয়ী অমর্ত্য সেন আছেন।” মুখ্যমন্ত্রী বলেন, “আমি শিল্প-সংস্কৃতির জন্য স্পেনকে ভালোবাসি, স্পেনের মানুষকে ভালোবাসি। স্পেনের ফুটবল আছে। বাংলার সংস্কৃতির সঙ্গে অনেক মিল আছে। কলকাতার বই মেলার সঙ্গে স্পেনের সম্পর্ক নিবিড়। এমমকি স্পেন কলকাতা বইমেলার পার্টনারও ছিল। তখন আপনারা আমায় স্পেনে আমন্ত্রণ করেছিলেন, তখনই আমি ঠিক করি আমি বিদেশে গেলে প্রথমে স্পেন যাব,তাই এলাম। তাই আমি বলছি, একবার বাংলায় আসুন। আগামী ২১ থেকে ২৩ নভেম্বর রাজ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসুন। বাংলা এমন একটি রাজ্য যেখানে পর্যটন থেকে শুরু করে লোক উৎসব, শিল্প, পরিকাঠামো সব আছে। বাংলার মানুষ আপনাদের চেনে। আমাদের রাজ্যে সামাজিক নিরাপত্তা আছে, শিল্প গঠনের জন্য ল্যান্ড ব্যাঙ্ক আছে। তাই আবারও আমার আপনাদের সবাইকে বিনীত অনুরোধ, একবার বাংলায় আসুন, সিঙ্গল উইন্ডো পদ্ধতিতে আমরা প্রকল্পের অনুমোদন দিই। আপনারা এলে আমি খুশি হব।”

মুখ্যমন্ত্রী শুক্রবার মাদ্রিদের শিল্প সম্মেলনে বাংলায় বিনিয়োগ টানার জন্য বাংলার সবকটা দিককে তুলে ধরে বুঝিয়ে দেন, “বাংলায় শিল্প বিনিয়োগ আনতে” তিনি কতটা আন্তরিক।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যেপাধ্যায়। অনুষ্ঠানে বাংলার হয়ে বক্তব্য রাখেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ছিলেন রাজ্যের মুখ্যসচিব, বণিক সভার প্রতিনিধি ও রাজ্যের বেশ কয়েকজন বিশিষ্ট শিল্পপতি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!