Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২১, ২০২৩

স্পেন থেকে ফিরতি পথে দুবাইয়ে মুখ্যমন্ত্রী। বাংলায় লগ্নি আনতে বণিকমহলের সঙ্গে বৈঠক আজ

আরম্ভ ওয়েব ডেস্ক
স্পেন থেকে ফিরতি পথে দুবাইয়ে মুখ্যমন্ত্রী। বাংলায় লগ্নি আনতে বণিকমহলের সঙ্গে বৈঠক আজ

রাজ্যে বিনিয়োগ নিয়ে সদর্থক সাড়া পাওয়ার পর এ বার সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভোরে দুবাই এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তাঁর তিনদিনের সফর।

মুখ্যমন্ত্রী কলকাতা থেকে স্পেন যাওয়ার পথে দুবাই হয়েই গিয়েছিলেন। তবে তখন দুবাইতে তাঁর কোনও পূর্বনির্দিষ্ট সরকারি কর্মসূচি ছিল না। তবে বৃহস্পতিবার  দু’দিনের কর্মসূচি নিয়ে দুবাইয়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনার শিল্প সম্মেলনের মতো দুবাইয়েও বণিকমহলের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবারই দুবাইয়ের ‘জাফজা মুক্তাঞ্চল’ এবং ‘জেবেল আলি বন্দর’ পরিদর্শনে যাবে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে বাংলার একটি প্রতিনিধিদল। জাফজা হচ্ছে বড় মাপের একটি মুক্ত বাণিজ্য অঞ্চল। একই সঙ্গে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের মধ্যে সরাসরি বাণিজ্যিক যোগাযোগের কেন্দ্র। জেবেল আলি বন্দর হচ্ছে একটি গভীর সমুদ্র বন্দর। বাংলার তাজপুরে এমন বন্দর করার ব্যাপারে উদ্যোগী রয়েছে রাজ্য সরকার। সেই কারণেই দুবাই বন্দরে গিয়ে সেখানকার পরিকাঠামো সরেজমিনে দেখবে মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদল। এ ছাড়া, বৃহস্পতিবার বিকেলে দুবাইয়ের ভারতীয় উপদূতাবাসে চা-চক্রে যোগ দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীরা।

মুখ্যমন্ত্রীর জোড়া কর্মসূচি রয়েছে শুক্রবার। এর মধ্যে একটি শিল্পবৈঠক অন্যটি প্রবাসী বাঙালি তথা ভারতীয়দের সঙ্গে আলাপচারিতা। এর মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার ব্যাপারে উৎসাহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরশাহির গুরুত্বপূর্ণ শিল্পগোষ্ঠী লুলু। শুক্রবার সেই বৈঠক হওয়ার কথা রয়েছে। লুলু গ্রুপের কর্ণধার ইউসুফ আলি মুসালিয়াম ভেট্টিল আবদুল কাদের কেরলের ত্রিশূরের ভূমিপুত্র। তাঁর কাকা এমকে আবদ্দুলাহ এই সংস্থার প্রতিষ্ঠাতা। সংস্থার প্রধান কেন্দ্র আবু ধাবি। কয়েক বছর ধরে রফতানি বাণিজ্য শুরু করেছে লুলু। তাদের হোটেল ও রিয়েল এস্টেট ব্যবসাও রয়েছে। কেরল ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে লুলু গ্রুপের বিনিয়োগ রয়েছে। লখনউতে সবচেয়ে বড় শপিংমলটি লুলু-র তৈরি।

স্পেনের মতো আমিরশাহি সফর থেকেও রাজ্যের জন্য উল্লেখযোগ্য কিছু নিয়ে ফিরবেন মুখ্যমন্ত্রী। মমতার স্পেন সফর প্রত্যাশা অনুসারে ফলপ্রসূ হয়েছে, স্পেন ছাড়ার দিন সকালেও সরকারি স্তরে যে শীর্ষ পর্যায়ের বৈঠক হয়েছে, তা বাংলায় লগ্নির আশা আরও বাড়িয়েছে। মমতা বার্সেলোনা ছাড়ার আগে স্পেনের কাতালোনিয়া সরকারের প্রেসিডেন্ট পেরে আরাগোনেস আই গার্সিয়া শুভেচ্ছাবার্তা পাঠান তাঁকে। শুধু তা-ই নয়। বাংলার প্রতিনিধিদলের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন তিনি। সেই বৈঠকে একাধিক ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। তার মধ্যে রয়েছে মোটরগাড়ি উৎপাদন, পরিবেশ ও মেডিটেক, পর্যটন, তথ্যপ্রযুক্তির মতো ক্ষেত্র।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!