Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ১৩, ২০২৩

দুবাই বিমানবন্দরে মমতাকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রশ্ন, বিরোধী জোটের নেতৃত্বে কী আপনিই?

আরম্ভ ওয়েব ডেস্ক
দুবাই বিমানবন্দরে মমতাকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রশ্ন, বিরোধী জোটের নেতৃত্বে কী আপনিই?

মমতা বন্দ্যোপাধ্যায় দুবাইতে পৌঁছেও “বিরোধী দলনেত্রী” হিসেবে পরিচিত বিদেশের রাষ্ট্রপ্রধানদের চোখে। দুবাই বিমান বন্দরের লাউঞ্জে শ্রীলংকার প্রেসিডেন্ট মমতাকে সেই প্রশ্নই করে বসলেন। দুবাই থেকে বুধবার সকালে স্পেনের বিমান ধরেন মুখ্যমন্ত্রী। বিমানে ওঠার আগে  বিমানবন্দরের লাউঞ্জে মমতার সঙ্গে দেখা হয়ে গেল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের। হাতজোড় করে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন তাঁরা। সংক্ষিপ্ত কথাবার্তার শেষে এমন এক প্রশ্নের মুখে পড়তে হল মমতাকে, যার জন্য একেবারেই মমতা প্রস্তুত ছিলেন না।

বিক্রমসিঙ্ঘে আচমকাই মমতাকে জিজ্ঞাসা করে বসেন, “আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি?” মমতা বলেন, ‘‘হ্যাঁ, অবশ্যই।’’ এর পরেই বিক্রমসিঙ্ঘের প্রশ্ন, ‘‘আপনিই কি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন?’’ প্রতিবেশী দেশের প্রেসিডেন্টের থেকে এমন প্রশ্ন যে আসতে পারে, ভাবনাতেই ছিল না মমতার। তার পরেই  উত্তরে ‘ওহ্‌ মাই গড’ বলে হেসে ফেললেন মমতা। তার পরে  শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলায় আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরে নিজের ‘এক্স’ হ্যান্ডলে বিক্রমসিঙ্ঘের সঙ্গে সাক্ষাতের বিষয়টি পোস্ট করে মমতা লেখেন, বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে আসার জন্য শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বিক্রমসিঙ্ঘেও তাঁকে শ্রীলঙ্কায় যেতে অনুরোধ করেছেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ভারতীয় সময় সকাল সাড়ে ৯টার কিছু ক্ষণ আগে দুবাই থেকে স্পেনের রাজধানী মাদ্রিদের পথে রওনা দেন বিমানে। বুধবারই বিকেলের পরে মাদ্রিদ পৌঁছবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তাঁর সঙ্গে লা লিগার (স্পেনের ফুটবল লিগ) প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজ়ের বৈঠক। সেখানে থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কলকাতা ফুটবলের তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান কর্তাদের। বাংলায় আধুনিক ফুটবলের প্রসারের জন্য ওই বৈঠক। লা লিগার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি সমঝোতাপত্র (মউ) সাক্ষরিত হওয়ার কথা। যৌথ সাংবাদিক বৈঠকও করতে পারেন মমতা-তেভাজ়। শুক্রবার দুপুরে মাদ্রিদে বাণিজ্য শীর্ষবৈঠক। সেখানে বাংলার তরফে যোগ দেবেন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী শিল্পপতিরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেনের বাণিজ্যমহলের শীর্ষবৈঠকের পাশাপাশি শিল্পপতিদের সঙ্গে আরও বিভিন্ন বৈঠক চলতে থাকবে।

মঙ্গলবার বিকেল ৪টের কিছু ক্ষণ আগে (ভারতীয় সময়) দুবাই পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। রাতে সংযুক্ত আরব আমিরশাহির বাণিজ্যিক রাজধানীতেই ছিলেন মমতা। রাতে সেখানে সফরসঙ্গীদের সঙ্গে হালকা মেজাজে কথাবার্তার পাশাপাশি ছবিও আঁকেন তিনি। ছবির নাম দিয়েছেন ‘আর্থ লাফ্‌স ইন ফ্লাওয়ারস’।

মাদ্রিদ সফর শেষ করে রবিবার মমতা ট্রেনে যাবেন বার্সেলোনায়। সেখানে পৌঁছে সন্ধ্যায় মুখ্যমন্ত্রী যাবেন স্থানীয় বাঙালি এবং ভারতীয়দের সঙ্গে মিলিত হবেন। সোমবার দুপুরে বার্সেলোনায় আবার শিল্পবৈঠক। সেখানে স্পেনীয় শিল্পপতিদের সঙ্গেও বাংলার শিল্পপতিদের আলাদা বৈঠক হবে। মঙ্গলবার বেলা ১২টা থেকে তিন ঘণ্টা বার্সেলোনায় শিল্পবৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে যোগ দেবেন বাংলার শিল্পপতিরাও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!