Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৮, ২০২৪

‘দেশ থেকে মোদি হাওয়া উধাও, তাই ভোট চাওয়ার নামে মিথ্যা প্রচার করছে বিজেপি’: মমতা

আরম্ভ ওয়েব ডেস্ক
‘দেশ থেকে মোদি হাওয়া উধাও, তাই ভোট চাওয়ার নামে মিথ্যা প্রচার করছে বিজেপি’: মমতা

কেন্দ্রে সরকার গড়বে ইন্ডিয়া জোটই, ফের আরামবাগ থেকে বার্তা দিলেন তূণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় । দলীয় প্রার্থীর প্রচারে এসে তিনি বলেন, ‘বাংলায় জোট নেই , জাতীয় স্তরে ইন্ডিয়া জোটে আছি । দেশ থেকে মোদি হাওয়া এখন উধাও । ইসবার ইন্ডিয়া জোটকা সরকার । ইন্ডিয়া জোটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যে তূণমূল একাই একশো । ‘

গোঘাটের প্রচার সভায় অমিত শাহর শেয়ার বাজারে বিনিয়োগের প্রসঙ্গ উত্থাপন করে এদিন মমতা বন্দোপাধ্যায় বলেন, ওরা আসলে ভয় পেয়েছেন, তাই বলছেন শেয়ার বাজারে বিনিয়োগ করতে, বলছেন চার তারিখের পর বাজার চাঙ্গা হবে । একজন প্রতিরক্ষা মন্ত্রী কীভাবে এমন্তব্য করতে পারেন দেশের মানুষের কাছে । এটা বিধি লঙ্ঘন । আমি শেয়ারে বিনিয়োগ করি না । আপনারা করবেন কিনা তা আপনারাই ঠিক করবেন । মোদি বাবু ভোট চাওয়ার নামে বলছেন, বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছেন। ওদের গ্যারান্টি মিনস বিজেপির ৪২০। বিনা পয়সায় গ্যাস, অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা, সব মিথ্যা । সব ৪২০ । মিথ্যা সাজিয়ে বিজ্ঞাপন দিচ্ছে। বিজ্ঞাপনে প্রচারকের নাম নেই, প্রকাশকের নাম নেই । তিন বছরের ১০০ দিনের টাকা দেয়নি।অথচ ভোট প্রচারে তাদের টাকা আছে। নির্বাচন কমিশন কীভাবে এদের অল্যাউ করলো জানি না । ভোটের বাক্সে এদের পুরো ভোকাট্টা করে দিন। ‘ পাশাপাশি তিনি বলেন, ‘ সন্দেশখালির কলঙ্ক আজীবন মানুষ মনে রাখবে । সন্দেশখালির মা বোনোরা মা বোন নয় । তাদের জানতে দেননি, তাদের হাত দিয়ে কী লিখিয়ে নিচ্ছে ওরা।তাদেরকে ওই কটা টাকা ভিক্ষা দিচ্ছেন। ‘ সন্দেশখালি ব্যর্থ হওয়ার পর ওরা এবার রাজ্যে দাঙ্গা লাগাতে চাইবে রাজ্যে, প্ররোচনা এড়িয়ে রাজ্যবাসীকে সতর্ক থাকার বার্তা দেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!