- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ২, ২০২২
২০২৪ এর লক্ষ্যে বিরোধী ঐক্যে জোড়, স্টালিন মমতা বৈঠকের সম্ভাবনা । রাজ্য জুড়ে অশান্তি তৈরীর চক্রান্ত চলছে, চেন্নাই যাত্রার আগে প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
২০২৪ এর লক্ষ্যে বিরোধী জোটকে সুনিশ্চিত করতে চেন্নাইয়ে ডিএমকে প্রধানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

রাজ্যে সরকার ফেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে, মন্ত্রীসভার সদস্যদের সচেতন এবং সতর্ক করলেন মুখ্যমন্ত্রী । আজ চেন্নাই যাওয়ার আগে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী । রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে তাঁর দাদার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর রাজধানীর চেন্নাই যাচ্ছেন । পাশাপাশি, ২০২৪ এর লক্ষ্য নিয়ে বিরোধী জোট প্রসঙ্গে ডিএমকে নেতা স্টালিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা ।
আজ কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গুজরাট বিধানসভা ভোট প্রসঙ্গে তিনি বলেন,ভোট রয়েছে বলেই সিএএ । বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার কথা বলছে কেন্দ্র । গুজরাট মডেল বাংলায় করতে দেব না । এখানে সবাই নাগরিক । প্রত্যেকের সমান অধিকার ।
প্রসঙ্গত, গতকালই গুজরাটের ২ জেলায় বসবাসকারী পকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আগত অমুসলিমদের নাগরিত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। জেলা শাসকদের এনিয়ে প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। গুজরাট বিধানসভা ভোটের আগে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে আপ, কংগ্রেস-সহ বিরোধীরা । বুধবার চেন্নাই যাওয়ার আগে এনিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি মোরবিতে ঝুলন্ত ব্রিজ ভেঙা প্রসঙ্গে তিনি বলেছেন, যারা সেতুটির সংস্কারের জন্য কাজ করেছে তাদের দায়ী করা উচিত । কেন ইডি, সিবিআই এবং অন্যান্য সংস্থাগুলি সেতু ভেঙে পড়ার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ? প্রসঙ্গত,কলকাতায় পোস্তা ফ্লাইওভার ভেঙ্গে পড়ার পর প্রধানমন্ত্রী বলেছিলেন ওই ঘটনা অ্যাক্ট অব ফ্রড। গুজরাটের মোরবিতে ঝুলন্ত ব্রিজ ভাঙার পরিপ্রিক্ষিতে এনিয়ে প্রশ্ন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এনিয়ে বিমানবন্দরে মমতা বলেন, রাজনীতি নয়, মানুষের জীবন বেশি দামী । মোরবির ওই ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় আমি স্তম্ভিত। যারা ওই দুর্ঘনায় প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল । ওই দুর্ঘটনার তদন্ত সুপ্রিম কোর্টের কোনও কমিটি দিয়ে করা উচিত ।
পাশাপাশি তিনি আরও বলেন, ডিসেম্বরে রাজ্যে আশান্তি তৈরির চেষ্টা চলছে, পশ্চিমবঙ্গে সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছে বিরোধীরা। তাই রাজ্য জুড়ে পুলিশকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি । নাকা চেকিংএ বাড়তি গুরুত্ব দিতে বলেছেন । পাশাপাশি নিজের মন্ত্রীসভার সদস্যদের সতর্ক থাকার কথা বলেছেন তিনি।
❤ Support Us