- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২৬, ২০২৩
পিএম কেয়ার্স ফান্ডে সরকারি সংস্থার হাজার কোটির অনুদান।ফের বিরোধী প্ৰশ্নের মুখে মোদি
পিএম কেয়ার্স ফান্ড নিয়ে ফের বিতর্ক সৃষ্টি হয়েছে সংবাদ মাধ্যমের দৌলতে। প্রাইমইনফোবেস.কম নামে একটি সংস্থাসূত্রে পিএম কেয়ার্স ফান্ড সম্পর্কে গুরুতর তথ্য সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, ২০১৯-২০২০ এবং ২০২১-২০২২ সালে পিএম কেয়ার্স ফান্ডে সরকারি বিভিন্ন সংস্থা ২ হাজার ৯১৩ কোটিরও বেশি টাকা ডোনেশন বাবদ জমা করেছে। জাতীয় সংবাদমাধ্যমে সম্প্রতি এই খবর প্রকাশিত হয়েছে।
পিএম কেয়ার্স ফান্ডে অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন ৩৭০ কোটি, এনটিপিসি ৩৩০ কোটি, পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া ২৭৫ কোটি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ২৬৫ কোটি এবং পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনের মতো সরকারি সংস্থা ২২২ কোটিরও বেশি টাকা অনুদান বাবদ জমা করেছে।
২০২০ সালে পিএম কেয়ার্স ফান্ড গঠিত হওয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক । তথ্য জানার অধিকার আইনেও পিএম কেয়ার্স ফান্ডে টাকা লেনদেন সম্পর্কে তথ্য জানার অধিকার স্বীকৃত নয়। কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি লাগাতারভাবে অভিযোগ তুলছে, পিএম কেয়ার্স ফান্ডের স্বচ্ছতা নিয়েই। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও বিতর্ক ও সন্দেহের অবসান হয়নি। এদিকে পিএম কেয়ার্স ফান্ড সম্পর্কে তথ্য জানানোর ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নীরবতা বজায় রেখেছেন ২০২০ সালে ফান্ড তৈরির পর থেকেই।
সূত্রের খবর, ২০১৯-২০২০ আর্থিক বছরে পিএম কেয়ার্স ফান্ড ৩ হাজার ৭৬ কোটিরও বেশি টাকা ডোনেশন বাবদ আদায় করেছে। ২০২০-২০২১ আর্থিক বছরে এই টাকার পরিমাণ বেড়ে ১০ হাজার ৯৯০ কোটি ছাড়িয়েছে। তবে ২০২১-২০২২ আর্থিক বছরে ডোনেশনের পরিমাণ খানিকটা কমলেও তা ৯ হাজার ১৩১ কোটি টাকা ছাড়িয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে পিএম কেয়ার্স ফান্ড নিয়ে মামলা দিল্লি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। নতুন করে বিতর্ক দেখা দেওয়ার পরে এবিষয়ে প্রতিক্রিয়া জানানো হয়েছে কংগ্রেসের তরফে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত পিএম কেয়ার্স ফান্ডে সরকারি সংস্থাগুলির মারফত ডোনেশন বাবদ ২ হাজার ২১৯ কোটিরও বেশি টাকা জমা পড়েছে বলে খবরাখবর প্রকাশিত হতে কংগ্রেসের অভিযোগ, পিএম কেয়ার্স ফান্ড কার্যত ভুয়ো এবং নিতান্তই প্রহসন।
কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি বলেছেন, যেভাবে বিপুল পরিমাণ টাকা পিএম কেয়ার্স ফান্ডে জমা পড়ছে তা দেশের সাধারণ নাগরিক আয়করদাতাদের টাকা। কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিএম কেয়ার্স ফান্ড সম্পর্কে তথ্য জনসমক্ষে আনছেন না, খরচখরচার হিসেবই বা কেন পেশ করা হচ্ছে না, ফের এই প্রশ্ন তুলল কংগ্রেস।
❤ Support Us