Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৪, ২০২৪

শাহের ‘ভুয়ো ভিডিও’ কান্ডে গ্রেফতার এক, দায়ের একাধিক মামলা। সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ, পাল্টা দাবি কংগ্রেসের

আরম্ভ ওয়েব ডেস্ক
শাহের ‘ভুয়ো ভিডিও’ কান্ডে গ্রেফতার এক, দায়ের একাধিক মামলা। সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ, পাল্টা দাবি কংগ্রেসের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফেক ভিডিও কান্ডে অবশেষে দিল্লি পুলিশের হাতে আটক এক ব্যক্তি। তার নাম অরুণ রেড্ডি।সমাজমাধ্যমে ‘স্পিরিট অফ কংগ্রেস’ নামে একটি পেজ চালান।তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে । আপাতত তিনি তিনদিনের পুলিশ হেফাজতে রয়েছেন।

সম্প্রতি একটি ভিডিওটিতে দেখা যায়, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলছেন, যে তাঁর দল সম্পূর্ণরূপে সংরক্ষণের বিরোধী। আগামী দিনে তাঁরা আর তফসিলি জাতি উপজাতিদের জন্য কোনরকম সংরক্ষণ জারি রাখবে না।  যদিও কংগ্রেস শাসনাধীন রাজ্য তেলেঙ্গানায় এক নির্বাচনী জনসভায় শাহকে বলতে শোনা যায়, যদি ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে মুসলমানদের ওপর জারি হওয়া অসাংবিধানিক সংরক্ষণ তুলে নেবেন তাঁরা। তাঁর দল সংরক্ষন প্রথাকে সমর্থন করে। তাই তফসিলি জাতি, উপজাতি, অনগ্রসর সমাজ তাঁদের প্রাপ্য সাংবিধানিক অধিকার অবশ্যই পাবে।

তেলেঙ্গানার কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুর এই গ্রেফতারি প্রসঙ্গে বলেছেন, কেন্দ্র সরকার তাঁদের সাংবিধানিক ক্ষমতার অন্যায্য ফায়দা নিচ্ছে। মনিকমের মতে তাঁকে অন্যায় ভাবে পুলিশ তাঁর হেফাজতে রেখেছে। এমনকি তাঁর বিরুদ্ধে কোনও এফআইআরে কি লেখা হয়েছে সেটাও স্পষ্ট করেনি তাঁরা। বিজেপি তরফে অভিযোগ ছিল, কেউ ‘ডিপ ফেক’ প্রযুক্তিতে বিকৃত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে। ভিডিয়োটি ভুয়ো। আসল কথা সরিয়ে দিয়ে তা বিকৃত করা হয়েছে।

‘ভুয়ো’ ভিডিয়ো নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কংগ্রেস ভুয়ো খবর রটাচ্ছে যে, বিজেপি ৪০০-র বেশি আসন পেলে সংরক্ষণ তুলে দেবে। আমি পরিষ্কার বলে দিতে চাই যে, বিজেপি এসসি, এসটি, ওবিসিদের সংরক্ষণ দেওয়াকে সমর্থন করে এবং সর্বদা তাঁদের রক্ষক হিসাবে থাকবে আমাদের দল।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!