- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২৫, ২০২৩
ধূপগুড়ির উপনির্বাচনে সেলিম-অধীরের যৌথ সভা

আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচন। এই উপনির্বাচনে সিপিএম প্রার্থীর সমর্থন করার কথা আগেই ঘোষণা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আগামী পয়লা সেপ্টেম্বর ধূপগুড়িতে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে যৌথ সভা করতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর ধূপগূড়িতে মহম্মদ সেলিমের সঙ্গে ধূপগুড়িতে সভা করবেন অধীর রঞ্জন চৌধুরী। সিপিএম রাজ্য কমিটি সূত্রে জানা গেছে, স্থানীয় স্তরে যৌথ প্রচার চলছেই। তবে আগামী ১ সেপ্টেম্বর কেন্দ্রীয়ভাবে যৌথ সমাবেশ হবে। সেখানে অধীর রঞ্জন চৌধুরী এবং তিনি নিজে থাকবেন।ধুপগুড়িতে বিধানসভা উপনির্বাচন ৫ সেপ্টেম্বর। ৮ সেপ্টেম্বর ফলঘোষণা।
প্রসঙ্গত, সাগরগিঘি উপনির্বাচনের সময়েও কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের সমর্থনে সভা করতে গিয়েছিলেন সেলিম। সেই নির্বাচনে বাইরনের জয়ের পর সংখ্যালঘু ভোটের সমীকরণ, বাংলার রাজনীতির ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে বিস্তর আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত সব জল্পনা শেষ করে বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দেন। এর ফলে ধাক্কা খেয়েছিল সাগরদিঘি মডেল। তবে বাম-কংগ্রেসের দাবি বায়রন চলে গপছেন তৃণমূলে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এর ফলে কোনওভাবেই সাগরদিঘি মডেল বিপন্ন হয়নি, সাগরদিঘি মডেল ঠিকই কাজ করছে। কেন না বায়রন দল বদল করলেও বাম-কংগ্রেস জোট অখুন্ন আছে।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি আসনটি জিতেছিল বিজেপির বিষ্ণুপদ রায়। তবে বিষ্ণুপদ রায়ের অকালমৃত্যুর কারণে রাজবংশী অধ্যুষিত এই আসনে আগামী ৫ সেপ্টেম্বর উপনির্বাচন হচ্ছে। সিপিএম ধুপগুড়িতে প্রার্থী করেছে অবসরপ্রাপ্ত শিক্ষক তথা ভাওয়াইয়া গানের শিল্পী ঈশ্বরচন্দ্র রায়কে। তৃণমূলের প্রার্থী হিসাবে লড়ছেন অধ্যাপক নির্মলচন্দ্র রায়। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাশ্মীরে শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়।
ধূপগুড়িতে উপনির্বাচনের প্রচার চলছে। আগামী ৩০ এবং ৩১ অগস্ট ধূপগুড়িতে প্রচারে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২ সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধূপগুড়িতে প্রচারে যাওয়ার কথা। ১ সেপ্টেম্বর ধূপগুড়িতে যৌথ সভা করবেন মহম্মদ সেলিম এবং অধীর রঞ্জন চৌধুরী।
❤ Support Us