- এই মুহূর্তে
- জানুয়ারি ১৭, ২০২২
সংক্রমন বাড়ছে । কটন বিশ্ববিদ্যালয়ে ক্লাস স্থগিত।

আসামের কটন বিশ্ববিদ্যালয়ে সংক্রমনের হার বাড়ছে, পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের কর্তূপক্ষ ৩১ জানুয়ারি পর্যন্ত ক্লাস স্থগিত রাখার নির্দেশ জারি করেছেন । পঞ্চম সেমিস্টার পরীক্ষা হবে অফ লাইনে । যাঁরা সংক্রমিত তাঁদের আলাদা ঘরে বসে পরীক্ষা দিতে হবে । বিশ্ববিদ্যালয়ের সব বিভাগকে অনলাইনে ক্লাস শুরু করতে হবে। পঞ্চ সেমিস্টার সুটেন্ডদের জন্য হস্টেলের ব্যবস্থা থাকবে । নতুন ক্লাস শুরু করার নোটিশ জারি হবে ১ ফ্রেবুয়ারি। ইজি আর এই সিসি ক্লাস হবে সোম থেকে বুধবার ৩-৪ টে পর্যন্ত।
❤ Support Us