- দে । শ
- মে ১৭, ২০২৪
একই দড়িতে আত্মঘাতী দম্পতি

একই দড়ির ফাঁসে আত্মঘাতী দম্পতি। শুক্রবারের ঘটনায় সাঙ্ঘাতিক চাঞ্চল্য কেতুগ্রাম থানার মাসুন্দি গ্রামের পালপাড়ায়। মৃত দম্পতির নাম সুশান্ত পাল(৫০) ও অণিমা পাল (৪৪)। সুশান্তর ভাই সামন্ত পাল জানান, সকালে আমার স্ত্রী ধান সিদ্ধ করার জন্য পাত্র থেকে ভেজানো ধান তুলতে গিয়ে দেখে পাশের ঘরের কড়ি থেকে দাদা-বৌদি একই দড়ির ফাঁসে ঝুলছে।
সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজনের সাহায্যে এলাকার কান্দরা ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত বলে জানিয়ে দেন। বৃহস্পতিবার রাতে ছেলের সঙ্গে সবজি আনা নিয়ে অশান্তি হয় সুশান্ত ও অণিমার। পেশায় সবজি বিক্রেতা সুশান্ত পাল স্থানীয় কান্দরার পাইকারি বাজার থেকে সবজি কিনে গ্রামে গ্রামে বিক্রি করত। বৃহস্পতিবার ছেলে সুবাহুকে কান্দরা থেকে সবজি এনে দিতে বললে ছেলে রাজি হয়নি। তাই নিয়ে চরম অশান্তি হয়। অশান্তির কথা কবুল করেছে সুবাহু। তার দাবি, সবজি আনব না বলেছিলাম বলে কথাকাটাকাটি হয়েছিল। কিন্তু এই সামান্য কারণে বাবা-মা গলায় দড়ি দেবে মানতে পারছি না। কেতুগ্রাম থানার পুলিশ দম্পতির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে।
❤ Support Us