Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৭, ২০২৩

প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে কেন্দ্রের সমালোচনা, ইসলায়েল প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন কারাত

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে কেন্দ্রের সমালোচনা, ইসলায়েল প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন কারাত

সিপিআই (এম) পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে, মঙ্গলবার কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে দলের পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। দলের প্রাক্তন সাধারণ সম্পাদক এদিন তাঁর বক্তব্যে  ইজরায়েলের দখলদারির পাশাপাশি ভারতে নরেন্দ্র মোদি শাসনের তুলনা করে বলেন কোনওটাই কোনওটার থেকে বিচ্ছিন্ন নয়। নরেন্দ্র মোদির শাসন বেঞ্জামিন নেতানিয়াহুর শাসনের সদৃশ, একে নয়া ফ্যাসিবাদী বলে কারাত মন্তব্য করেন। তিনি বলেন দুই সরকারই মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতির ঘনিষ্ঠ সহযোগী। তবে প্রকাশ কারাত তাঁর বক্তব্যে স্পষ্ট করে দেন, সিপিআই(এম) প্যালেস্তাইনের মুক্তির দাবিতে লড়াইয়ের পক্ষেই থাকবে।

মঙ্গলবার সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং পার্টির প্রবীণ নেতা বিমান বসুও তাঁদের বক্তব্যে এই একই বার্তা দেন।

প্রকাশ কারাত এদিন বলেন, ‘‘নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীত্বে পরিচালিত ভারত সরকার দেশে মুসলিমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করতে চাইছে। গণতন্ত্র, রাজ্যের অধিকার, ধর্মনিরপেক্ষতা, সংবিধান বা সাংবিধানিক অধিকার- সব ধ্বংস করতে চাইছে। ঠিক এই কায়দায় প্যালেস্তাইনের জনগণের অধিকার মুছে ফেলতে ময়দানে নেমেছে ইজরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি মদতে চলছে ইসরায়েলের দখলদারি। নরেন্দ্র মোদি ইজরায়েলকে সমর্থন করছেন এই কারণেই। প্যালেস্তাইনের জনগণের মুক্তির দাবি মোদির বিরুদ্ধে লড়াই থেকে বিচ্ছিন্ন নয়।’’

কারাত তাঁর বক্তব্যে তুলনা টেনে বলেন,  “মোদি যেমন বিচারবিভাগকে ধ্বংস করতে সক্রিয় তেমনই একই লক্ষ্যে আইন পাশ করেছে ইজরায়েলের নেতানিয়াহু সরকার। সে দেশের সরকার  সর্বত্র ইহুদিদের তীব্র প্রতিবাদের মুখে পড়েছে।’’ কারাত এদিন বলেন, প্যালেস্তাইনের হামাস” ৭ অক্টোবর ইজরায়েলের মাটিতে যে হামলা চালিয়েছে তা বাম দলগুলি সমর্থন করে না। বহু নিরীহ মানুষ, শিশু, মহিলা নিহত হয়েছেন। তেমনই নিন্দা করে তার পর থেকে ইজরায়েলের লাগাতার আক্রমণকে। চারদিক থেকে ঘিরে গাজাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে।

এই প্রসঙ্গেই তিনি বলেছেন, ‘‘দশকের পর দশক অবরুদ্ধ প্যালেস্তাইনের হামলা আর ইজরায়েলের দখলদারিকে এক করে দেখা চলে না। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন কখনই বলেন না কেবল এ বছরে এই সংঘাতের আগে প্যালেস্তাইনের প্রায় আড়াইশো মানুষকে গুলি করে হত্যা করেছে ইজরায়েলের সেনা।’’

এদিন সিপিআই (এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ইসরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ প্রসঙ্গে তাঁর অবস্থান স্পষ্ট করে বলেন, ‘‘এই লড়াই ইহুদি বনাম মুসলিম ধর্মের সংঘাত নয়। এখানে আরএসএস আর তাদের অনুগামীরা তেমনই প্রচার চালাচ্ছে। সারা বিশ্বে বিভিন্ন ধর্মের মানুষ, তার মধ্যে এমনকি ইহুদিরাও রয়েছেন, ইজরায়েলের দখলদারির বিরোধিতায় সরব। প্যালেস্তাইনের স্বাধীনতা চাইছেন তাঁরাও। ইজরায়েলের লোকের থেকে বেশি সরব হিন্দুত্ববাদীরা। কারণ ওরাও চায় বহুত্ববাদ ধ্বংস করতে।’’

পরাধীন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনে কমিউনিস্ট আন্দোলনের নেতাদের কঠিন লড়াইকে এদিন স্মরণ করিয়ে  প্রবীন সিপিআই(এম) নেতা বিমান বসু  বলেন, ‘‘জীবনকে তুচ্ছ করে কাজ করেছেন তাঁরা। সেই মানসিকতার, সেই দৃঢ়তার প্রয়োজন আবার দেখা দিয়েছে আজ। দলকে এই লক্ষ্যেই প্রস্তুতি নিতে হবে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!