Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ২৬, ২০২৪

বড়দিনে পড়শিকে দেখার আকাঙ্খা, ভিড় টাকির ইছামতীর তীরে

আরম্ভ ওয়েব ডেস্ক
বড়দিনে পড়শিকে দেখার আকাঙ্খা, ভিড় টাকির ইছামতীর তীরে

বড়দিন, বর্ষশেষ, ইংরেজি নববর্ষ বলে কথা। বাঙালি কি ঘরে বসে থাকার বান্দা !‌ মেঘলা আকাশ নিয়ে বড়দিনের সকালে যে চেনা ছবি ধরা পড়ল টাকিতে সেটা চলবে আরও বেশ কিছুদিন ইস্তক। শীতের মরশুমে বিশেষ দিনগুলোতে টাকিতে সপ্তাহ শেষের অবকাশ কাটাতে কিংবা একদিনের পিকনিকে আসেন বহুমমানুষ । ফলে ইদানিং কালে অন্যান্য জায়গার থেকে স্পট হিসেবে টাকির আকর্ষণ বেড়েছে। এখন টাকিতে মানুষের ভিড় হচ্ছে প্রচুর। দূর দূরান্ত থেকে মানুষ পিকনিক করতে সকাল থেকেই ভিড় জমান টাকির ইছামতীর পাড়ে। বড়দিন থেকে নববর্ষ— আনন্দ উপভোগ করেন সব বয়সের ছেলেমেয়েরা। টাকির দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখেন ভ্যান রিক্সা, ই–‌রিক্সায় চেপে। ইছামতীর বুকে নৌকা ভ্রমণও চলে। এদিন সকাল থেকে বাস, ছোট বড় নানা গাড়িতে টাকিতে ভিড় জমিয়েছেন মানুষ। টাকির ওপারে বাংলাদেশ।

সে দেশের অস্থির পরিস্থিতি নিয়ে অনেকের যেমন সংশয় ছিল, তেমনই দূর থেকে উঁকি দিয়ে দেখার জন্য অনেকেই উদ্গ্রীব ছিলেন ওপার বাংলায় কী হচ্ছে!‌ শীতের মরশুমে টাকি শহরকে সাজিয়ে তুলেছে পুরসভা। পিকনিক করতে আসা দল গুলির যাতে গাড়ি রাখার কোন সমস্যা না হয় সে কারণে বেশ কয়েকটি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে পর্যটকদের জন্য। সেখানে সেখানে যাতে কেউ প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট না ফেলতে পারে তার জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে। টাকির পুরপ্রধান সোমনাথ মুখার্জি বলেন, ‘‌এখন বারোমাসই টাকিতে প্রচুরম আনুষ বেড়াতে আসেন। শীতকালে বেড়ানোর পাশাপাশি , পিকনিক করতে আসা মানুষের বাড়তি চাপ থাকে। অন্তত বড়দিনে যে পরিমান মানুষ টাকিতে এসেছেন তাতে আশা করা যাচ্ছে শীতের বাকি ছুটির দিন, বর্ষশেষ ও ইংরেজি নববর্ষের দিনও ভিড় হবে।’‌ তিনি বলেন, ‘পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত এই এলাকার মানুষের মুখে আমরা হাসি দেখা দেখা গেছে। কোন হোটেল লজ ফাঁকা ছিল না বড়দিন থেকে নববর্ষ পর্যন্ত।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!