- এই মুহূর্তে দে । শ
- মে ২২, ২০২৩
উপাচার্যদের কাছে বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক কাজের রিপোর্ট চেয়ে রাজ্যপালের চিঠি। বাড়তে পারে নবান্ন-রাজভবন সংঘাত

বিশবিদ্যালয়ের সাপ্তাহিক কাজের রিপোর্ট উপাচার্যদের কাছে চেয়ে পাঠাল রাজভবন। এ ব্যাপারে আগেও ই মেল পাঠানো হয়েছিল। বিশেষ কোনো সাড়া মেলেনি। কয়েকটি বাদ দিলে প্রায় কোনো বিশ্ববিদ্যালয়ই নির্দেশ অনুযায়ী কাজ করেনি। তাই আবার চিঠি পাঠানো হল। এঘটনা সামনে আসার পর রাজ্য ও রাজ্যপাল সংঘাত আরও বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এপ্রিল মাসে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি পাঠানো নিয়ে শুরু হয় নবান্ন -রাজভবন সংঘাত। শিক্ষা দফতরকে কিছু না জানিয়ে এ পদক্ষেপ কেন গ্রহণ করা হল তা নিয়ে প্রশ্ন তোলে সরকার। প্রশ্ন তোলা হয়, রাজ্যপালের কাজের পদ্ধতি ও এক্তিয়ার। এছাড়াও, আচার্য হিসেবে রাজ্যের নামজাদা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাঁর ঝটিকা সফরকেও খুব ভালোভাবে নেয়নি নবান্ন। শিক্ষামন্ত্রীও এনিয়ে রাজ্য পালের সমালোচনায় সরব হয়েছিলেন।
সোমবারের চিঠি সামনে আসার পর আবারও বিতর্কের কেন্দ্রে চলে আসে রাজ্য-রাজ্যপাল সংঘাত। ব্রাত্য বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে , আগামী দিনে কী করণীয় তা ঠিক করা হবে। প্রয়োজনে নেওয়া হবে আইনি পরামর্শ। তবে এক্ষেত্রে লক্ষ্যণীয় বিষয় হল, সিভি আনন্দ চিঠি সব বিশ্ববিদ্যালয়কে পাঠানো হলেও, কলকাতা, যাদবপুর, রবীন্দ্রভারতী এবং শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো চিঠি পাঠানো হয়নি। এমন ঘটনা কেন ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন।
❤ Support Us