Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১৬, ২০২৩

“মোদি সরকার”-এর বিরুদ্ধে দেশের সব গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে এক হওয়ার প্রস্তাব গৃহীত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে

আরম্ভ ওয়েব ডেস্ক
“মোদি সরকার”-এর বিরুদ্ধে দেশের সব গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে এক হওয়ার প্রস্তাব গৃহীত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে

কংগ্রেস ওয়ার্কিং কমিটি দেশের সমস্ত গণতান্ত্রিক শক্তিকে সংবিধানের উপর নরেন্দ্র মোদি সরকারের “আক্রমণ” ও “নিন্দা”  প্রতিহত করার জন্য অনুরোধ করে প্রস্তাব গ্রহণ করেছে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির হায়দরাবাদের বৈঠকে শনিবার এই প্রস্তাবটি পাস হয়েছে। এই প্রস্তাব পাশের লক্ষ্য ও উদ্দেশ্য হল যাতে সমস্ত গণতান্ত্রিক সত্ত্বাকে মোদি সরকারের সংবিধান বিরোধী আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা।


সারা দেশের সমস্ত গণতাান্ত্রিক শক্তিসমুহকে নরেন্দ্র মোদি সরকারের এই গণতন্ত্র ও সংবিঊান বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে  নিন্দা ও বিরোধিতা করার আহ্বান জানানো হয়েছে। এই প্রস্তাবটি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সেই দৃষ্টিভঙ্গি তুলে ধরে যা বিজেপি সরকারের সমন্বয়, ফেডারেলিজমের নীতি এবং সেই নীতি বাস্তবায়নকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। অধিকন্তু, এই প্রস্তাবটি “ইন্ডিয়া” জোট গঠনের যে বাস্তবতা তাকে স্বীকার করে। প্রসঙ্গত “ইন্ডিয়া”জোট প্রধানমন্ত্রী এবং বিজেপির মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে বলে কংগ্রেস মনে করে। কংগ্রেস মনে করে ভারত একটি ধারণা, সত্তা, একটা বহুজাতি,বহুভাষা,বহমতের দেশ। বিজেপির হাতেনপড়ে সেই ভারত এখন বিপন্ন। এই জায়গা থেকে ভারতকে, একটা  জাতিকে পুনরুদ্ধার করতেও কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ। কংগ্রেস এমন ভারতের ভাবনায় বিশ্বাস করে যা প্রত্যেক ভারতীয়র মধ্যে গর্ব জাগিয়ে তুলতে সহায়ক এবং তা হবে ভারতবাসীর বর্ণ, ধর্ম, অর্থনৈতিক অবস্থা, বয়স বা পটভূমি নির্বিশেষে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!