Advertisement
  • দে । শ
  • অক্টোবর ২৫, ২০২২

সিতরংয়ে বাংলাদেশে বলি ৯ জনের

আরম্ভ ওয়েব ডেস্ক
সিতরংয়ে বাংলাদেশে বলি ৯ জনের

সিতরং–এর তান্ডবে বেসামাল বাংলাদেশ। সোমবার রাতে ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে আঘাত হানে। যার জেরে প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে। ঝড়বৃষ্টির দাপটে এখনও পর্যন্ত ৯ জন মারা গেছেন।
সোমবার সকাল থেকেয়ই বাংলাদেশে বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়। যত সময় এগিয়েছে, তীব্রতা তত বেড়েছে। ঢাকা, কুমিল্লার দৌলতখানের নাগালকোট এবং ভোলার চরফ্যাসন এবং নড়াইলের লোহাগড়ায় প্রবল ঝড়বৃষ্টি ও বিধ্বংসী বাতাসের সাথে বাংলাদেশে আঘাত হানার ঘটনা ঘটেছে। ঝড়ের তান্ডবে কুমিল্লায় ৩ জন, ভোলায় ২ জন, নড়াইলে ১ জন, বরগুনায় ১ জন ও সিরাজগঞ্জে ২ জনের মৃত্যু হয়েছে। নারায়নগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে একটা বড় গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সিতরংয়ের জন্য সোমবার বাংলাদেশের কক্সবাজার উপকূল থেকে হাজার হাজার মানুষ ও গবাদিপশুকে সরিয়ে নেওয়া হয়েছেএবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশিদ বলেন, প্রয়োজনে আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। জীবন ও সম্পত্তি রক্ষার জন্য মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া চলছে।’‌ যে কোনও সাহায্যের জন্য জনগণকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে বলেছে জেলা প্রশাসন। বাংলাদেশের ১৩টি জেলায় ঘূর্ণিঝড় প্রভাব ফেলেছে। ওইসব জেলাগুলিতে আগাম সতর্কতা জারি করা হয়েছিল।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!