- দে । শ প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ২৯, ২০২৩
হাওড়া সেতু স্তব্ধ করে আদিবাসী সংগঠনের মিছিল, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আদিবাসী সংগঠনের মিছিলের জেরে শুক্রবার সকাল থেকে অবরুদ্ধ হয়ে পড়ে হাওড়া সেতু। অফিস যাওয়ার সময় সারি সারি যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন থমকে যায়। এদিকে কোলকারাট ফেরি পরিষেবাও বিপজ্জনক ভাবে বাড়তি যাত্রী নিয়ে যাতায়াত করতে থাকে। ঝুঁকিপূর্ণ এই ফেরি সার্ভিসের ফলে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকছে। কত ক্ষণ ধরে এই মিছিল চলবে, তা এখনও স্পষ্ট নয়। তবে আন্দোলনকারীরা জানাচ্ছেন, ধর্মতলার উদ্দেশে যাবে এই মিছিল। হাওড়া সেতু থেকে ব্রেবোর্ন রোড ধরে এগোচ্ছে এই মিছিল। আশ্চর্যের বিষয় হল, এই মিছিলের কী কোনও অনুমতি নেই? যদি না থাকে তাহলে কেন কাজের দিন শহরের মূল রাস্তা জুড়ে এই মিছিলের অনুমতি দিল পুলিশ? আর যদি পুলিশ মিছিলের অনুমতি দিয়েই থাকে তাহলে নিয়ম মাফিক কেন বিকল্প রাস্তা আগে থেকে জানালো না কোক্কাটা ট্রাফিক পুলিশ? এই প্রশ্নে সকাল থেকে রাজপথে নাকাল অফিস যাত্রীরা সরব হয়েছে।
শনিবার সকাল ৯টা নাগাদ আচমকাই হাওড়া সেতুতে শুরু হয় অবরোধ। রাস্তার উপর পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আদিবাসী সমাজের প্রতিনিধিদের। তাঁদের দাবি, তাঁরা কুড়মি-মাহাতোরা চায় জোর করে তফসিলি জনজাতির তকমা পেতে চাইছে। রাজনৈতিক মদতও পাচ্ছে তারা। এর প্রতিবাদে পথে নেমেছে ‘ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন্স’।
❤ Support Us