- দে । শ
- এপ্রিল ২৫, ২০২৩
শান্তি দূর অস্ত। সামরিক খরচের বহর বাড়াচ্ছে একাধিক পশ্চিমি রাষ্ট্র। শীর্ষে এখনও আমেরিকা। পিছিয়ে নেই ব্রিটেন ও জার্মানি
সামরিক খ্যতে ব্যয় বাড়াচ্ছে পশ্চিমি রাষ্ট্রসমূহ। সাম্প্রতিক সমীক্ষায় মিলল সেরকমই ইঙ্গিত। গত বছর বাজেটের ২.২৪ ট্রিলিয়ন ডলার খরচ হয়ছে প্রতিরক্ষা খাতে। সমীক্ষকদের ধারণা, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে যুদ্ধাস্ত্র নির্মাণে উত্তরোত্তর খরচ বেড়েছে। যা অনেকের মতে, ঠাণ্ডা লড়াইয়ের শেষ বছরের তুলনায় অনেক বেশি।
সুইডেনের স্টকহোম আন্তর্জার্তিক শান্তি প্রতিষ্ঠান বা সিপরি তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েক দশকে ইউরোপে সামরিক খরচ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সামনের সারিতে এগিয়ে আসছে পশ্চিম ও মধ্য ইউরোপের দেশগুলো। ২০২২ সালে প্রায় ৩৪৫ বিলিয়ন ডলার সামরিক খাতে খরচ করেছিল। যা গত তিন দশকের তুলনায় প্রায় ৩০% বেশি। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে জার্মানি। গত অর্থবর্ষে প্রতিরক্ষাখাতে বাজেটের বাইরে ১০৫ বিলিয়ন ডলার অর্থ বরাদ্দ করে ওলাফ স্কলজের দেশ। সামরিক ব্যয়ের নিরিখে সে সাত নম্বরে রয়েছে। সামনে রয়েছে আমেরিকা, চিন, রাশিয়া, সৌদি আরব, ভারত ও ইংলয়াণ্ডের মত দেশ। পিছনে রয়েছে ফ্রান্স,দক্ষিণ কোরিয়া ও জাপান।
সামগ্রিকভাবে ইউরোপ ১৩ শতাংশ করে সামরিক খরচ প্রতি বছর বাড়িয়ে চলেছে। ঠাণ্ডা লড়াই শেষ হওয়ার পরে এত বিপুল ব্যয় বৃদ্ধি ইউরোপ দেখেনি। এখানে রাশিয়া-ইউক্রেন যেমন রয়েছে, তেমনই আছে ইংল্যাণ্ডের মতো দেশ। যারা গত বছর ৬৮.৫ বিলিয়ন ডলার মহাদেশের মধ্য ও পশ্চিমাংশে ব্যয় করেছে। এই বিপুল অর্থের ৩.৬% আবার তাঁরা খরচ করেছে রুশ ইউক্রেন যুদ্ধে। আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব শান্তি নিয়ে একাধিক বৈঠক হয়। তবে, বিভিন্ন দেশের সামরিক প্রস্তুতি বাস্তব চিত্রের সঙ্গে মেলে না।
❤ Support Us