- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২, ২০২৩
মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচার রয়েছে, তাই ইডির তলবে যাচ্ছেন না কেজরিওয়াল
মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনী প্রচারে যাবেন, তাই আজ বৃহস্পতিবার ইডির তলবে যাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় আজ,বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডি তলব করেছিল। তবে আজ ইডির তোলবে অরবিন্দ না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আম আদমি পার্টি সূত্রে এই তথ্য জানা গেছে। দিল্লির বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই বলতে শুরু করেছে, গ্রেফতারির ভয়ে অরবিন্দ জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাচ্ছেন।
অরবিন্দ না যাওয়ার সিদ্ধান্ত নিলেও বৃহস্পতিবার ভোর হতেই দিল্লির আপ সরকারের উপর চাপ বাড়িয়ে অরবিন্দের মন্ত্রিসভার মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়ি সহ ৯টি জায়গায় জোর তল্লাশি চালাচ্ছে ইডি। রাজকুমারের সিভিললাইনস এর বাড়ি সহ ৯ জায়গায় ইডির তল্লাশির কারণ বেআইনি আর্থিক লেনদেনের তথ্যপ্রমাণ সংগ্রহ করা। বুধবার আপ নেত্রী অতিশী বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, আমাদের সঙ্গে রাজনৈতিক ভাবে বিজেপি পেরে উঠছে না বলেই অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভয় পাচ্ছেন। তাই কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজ লাগিয়ে আমাদের নেতাদের মিথ্যা মামলায় জড়িয়ে জেলে ঢোকানো হচ্ছে। দিল্লির বিজেপি নেতৃত্বের তরফে ইতিমধ্যেই অভিযোগ তোলা হয়েছে, গ্রেফতারির ভয়েই জিজ্ঞাসাবাদ এড়িয়েছেন কেজরী।
❤ Support Us