Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২১, ২০২৪

ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠন।প্রমাণহীন অভিযোগ পুলিশের, দাবি প্রাক্তন কুস্তি কর্তার

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠন।প্রমাণহীন অভিযোগ পুলিশের, দাবি প্রাক্তন কুস্তি কর্তার

মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির ঘটনায় ভারতায় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। মঙ্গলবার সাতটি ধারায় ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। আদালত এদিন তাঁর যুক্তি খারিজ করে দেয়। আদালতের নির্দেশের পর ব্রিজভূষণকে এখন বিচারের মুখোমুখি হতে হবে।

আজ দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলার শুনানি ছিল। ব্রিজভূষণ অবশ্য এদিন আদালতে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেন। তিনি আদালতের দেওয়া অভিযোগ মানতে অস্বীকার করে বলেন, তিনি কোনও ভুল করেননি। কেন অভিযোগ মেনে নেবেন? ব্রিজভূষণ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রাজপুতকে বলেন যে, তিনি দোষী নন এবং বিচার চান। ব্রিজভূষণের সহযোগী বিনোদ তোমারও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মানতে অস্বীকার করেছেন।

এদিন শুনানির জন্য আদালতে হাজির হন ব্রিজভূষণ। আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করার পর ব্রিজভূষণ সংবাদমাধ্যমকে বলেন, ‘‌আমার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এখন তাদের আদালতে প্রমাণ করতে হবে । আমি যে নির্দোষ, তার সব প্রমাণ আমার কাছে আছে। এগুলো সব মিথ্যা মামলা। দিল্লি পুলিশের কাছে আমার বিরুদ্ধে কী প্রমাণ আছে।’‌

পাঁচজন অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে আদালত ব্রিজভূষণকে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৪ (আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগের অভিপ্রায়) এবং ৩৫৪এ (যৌন হয়রানি) ধারায় অভিযুক্ত করেছে। এছাড়া দুই অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে আইপিসি–র ধারা ৫০৬ পার্ট ১ (অপরাধমূলক ভয় দেখানো) এর অধীনেও অভিযোগ গঠন করেছে। তবে ষষ্ঠ অভিযোগকারীর অভিযোগে আদালত ব্রিজভূষণকে অব্যাহতি দিয়েছে। কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে ব্রিজভূষণের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করা হয়েছিল। একটি যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে ছিল। তবে এই মামলা পরে বাতিল করা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!