Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২১, ২০২৪

আপাতত জামিনে মুক্ত নন কেজরিওয়াল,উচ্চ আদালতের তরফে স্থগিতাদেশ জারি

আরম্ভ ওয়েব ডেস্ক
আপাতত জামিনে মুক্ত নন কেজরিওয়াল,উচ্চ আদালতের তরফে স্থগিতাদেশ জারি

দিল্লি হাইকোর্টের নির্দেশে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন আটকে গেল । আবগারি দুর্নীতিতে গ্রেফতার হওয়া কেজরিওয়ালকে গতকাল এক লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় দিল্লির নিম্ন আদালত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে এই জামিনকে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ জানানো হয়। বিচারপতি সুধীর কুমার জৈন ও রাভিন্দের দুদেজার বেঞ্চ রাত আটটায় এই জামিনের ওপর স্থগিতাদেশ জারি করে। উল্লেখ, ইডির হাতে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার হন ২১ মার্চ। তারপর দীর্ঘদিন তিহার জেলে বন্দি আছেন তিনি।লোকসভা ভোট চলাকালীন অন্তর্বর্তী জামিনে মুক্তি পেলেও ২জুনের পর আবার আত্মসমর্পণ করেন তিনি। নিম্ন আদালতের পক্ষ থেকে গতকাল তাঁকে জামিনে মুক্তি দেওয়ার পর ইডির তরফে দিল্লি হাইকোর্টে দরবার করা হয়। তাদের দাবি ছিল যে নিম্ন আদালত ইডির কোনও বক্তব্য না শুনেই এমন রায় দিয়েছে। তাছাড়া তিনি এখনও দিল্লির মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন। অর্থাৎ তিনি একজন ‘প্রভাবশালী’ ব্যক্তি। ফলে তদন্ত প্রভাবিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেনা ইডি। ফলে কেজরিওয়ালের জামিনের ওপর আপাত স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি হবে। আদালত জানিয়েছে, নিম্ন আদালতের নির্দেশ কার্যকর হওয়ার আগে হাইকোর্ট এই মামলাটি খতিয়ে দেখবে । পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।
ফলে স্বভাবতই, স্থগিতাদেশ নিঃসন্দেহে দিল্লির মুখ্যমন্ত্রী সহ গোটা শাসকদলের কপালে ভাঁজ দেখা দিয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!