Advertisement
  • দে । শ
  • মে ৩০, ২০২৩

দিল্লি হাইকোর্টে সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ। ন্যায় বিচারের আশায় শীর্ষ আদালতে যাচ্ছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লি হাইকোর্টে  সিসোদিয়ার  জামিনের আবেদন খারিজ। ন্যায় বিচারের আশায় শীর্ষ আদালতে যাচ্ছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী

আবগারি কেলেঙ্কারিতে জামিন পেলেন না মণীশ সিসোদিয়া। দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে দিয়ে বলেছে, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তাই এখনকার মতো তাঁকে রেহাই দেওয়া হলে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। সিসোদিয়ার আইনজীবী জানিয়েছেন, তাঁরা উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবেন।

মঙ্গলবার দিল্লির রাউস অ্যাঁ বিচারপতি দীনেশ কুমার শর্মার বেঞ্চে মামলাটির শুনানি ছিল। প্রত্যাশামতোই মণীশ সিসোদিয়ার আইনজীবী জামিনের আবেদন জানান। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যার তীব্র বিরোধিতা করা হয়। বলা হয়য় যে আবেদনকারীর সঙ্গে দিল্লি প্রশাসনের সঙ্গে যুক্ত ‘হুজ -হু’ দের ওঠা-বসা রয়েছে। তাঁর সতীর্থরাও উচ্চ পদে রয়েছেন এবং ক্রমাগত ভ্রান্ত দাবি দাওয়া পেশ করে তদন্তকে প্রভাবিত করতে চাইছেন। বার বার বলা হচ্ছে, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এমতাবস্থায় তাঁকে ছেড়ে দেওয়া অত্যন্ত ভুল সিদ্ধান্ত হবে।

নিজেদের দাবির স্বপক্ষে সিসোদিয়ার স্বীকারোক্তির কথা উল্লেখ করেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের আইনজীবী। তাঁর বক্তব্য, ১ জানুয়ারি, ২০২০ থেকে ২২ জুলাই, ২০২২ সালের মধ্যে তিনটি মোবাইল ব্যবহার করতেন দিল্লির পূর্বতন উপমুখ্যমন্ত্রী যার মধ্যে একটিকে তদন্ত চলাকালে উদ্ধার করেছেন কেন্দ্রীয় আধিকারিকরা। বাকি দুটি জুলাই মাসের আগেই নষ্ট করে দিয়েছেন তিনি। যা তাঁর ওপর সন্দেহ আরো বাড়িয়ে তোলে। সিদসোদিয়ার আইনজীবীর পাল্টা দাবি। তার মক্কেল এখন দিল্লি প্রশাসনের সঙ্গে কোনো ভাবেই যুক্ত নন। তাই তদন্ত প্রভাবিত করবার কোনো সম্ভাবনা নেই।

২৬ ফেব্রুয়ারি  আবগারি কেলেঙ্কারির অভিযোগে  সিবিআই গ্রেফতার করেছিল মণীশ সিসোদিয়াকে।আপ নেতার বিরুদ্ধে অভিযোগ,  রাজধানীতে মদ নিয়ে নতুন নিয়ম তৈরির ক্ষেত্রেকয়েকজন ডিলারকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে । দলের  পক্ষ থেকে   দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপি পাল্টা প্রতিক্রিয়ায় বলেছে, যদি  ভুলত্রুটি না থাকত তা হলে আপ নিয়ম প্রত্যাহার করত কি?  এখানে বলা প্রয়োজন,   মামলাতেই আরও রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে  আপ-বিজেপি তরজা  ছিলই। প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর জামিনের আবেদন  খারিজ  হওয়ায় তা আরো কয়েকগুণ বাড়ল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!