Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৫, ২০২৩

তৃণমূল দেখা করতে চাইলে উত্তরবঙ্গে আসুক, বললেন রাজ্যপাল, বোসের মন্তব্যকে ‘জমিদারি মানসিকতা’ বলে তোপ দাগলেন ডেরেক

আরম্ভ ওয়েব ডেস্ক
তৃণমূল দেখা করতে চাইলে উত্তরবঙ্গে আসুক, বললেন রাজ্যপাল, বোসের মন্তব্যকে ‘জমিদারি মানসিকতা’ বলে তোপ দাগলেন ডেরেক

আজ, বৃহস্পতিবার, তৃণমূল রাজভবন অভিযানের ডাক দিয়েছে কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতায় নেই। সকাল থেকে তিনি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শন করছেন। বুধবার তৃণমূলের তরফে রাজ্যপালের কাছে সময় চাওয়া হয়েছিল। কিন্তু শাসকদলের দাবি, বোস জানিয়েছেন তিনি উত্তরবঙ্গে রয়েছেন। সেখানে গিয়ে তৃণমূলের প্রতিনিধিদল তাঁর সঙ্গে দেখা করতে পারে!

রাজ্যপালের এহেন জবাবকে সাফ ‘জমিদারি মানসিকতা’ বলে তোপ দেগেছে বাংলার শাসকদল। প্রসঙ্গত, সাম্প্রতিক দিল্লি অভিযানের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে “জমিদারি মানসিকতা”র কথা বলে আক্রমণ করেছিলেন।

বুধবারই তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন। কিন্তু রাজভবন জানিয়ে দেয়, রাজ্যপাল কলকাতায় নেই। ফের তৃণমূলের তরফে একটি চিঠি দিয়ে বলা হয়, বোস কলকাতায় ফেরার পর তাদের একটু সময় দেওয়া হোক। তখনই তৃণমূলের প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে দেখা করে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে যা বলার বলবে। তার জবাবেই রাজ্যপাল তৃণমূলের প্রতিনিধিদলকে উত্তরবঙ্গে গিয়ে দেখা করার কথা বলছেন বলে দাবি করেন ডেরেক ও’ব্রায়েন।

মঙ্গলবার যখন দিল্লির কৃষিভবন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের আটক করে মুখার্জিনগর থানায় নিয়ে যাওয়া হয়েছিল।সেই রাতে পুলিশের হাত থেকে ছাড়া পাওয়ার পর, সেই রাতেই তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ অভিষেক রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন। তবে রাজ্যপাল সেই ঘোষণার আগেই কেরল চলে গিয়েছিলেন। বৃহস্পতিবার তাঁর কলকাতায় থাকা নিয়ে সংশয় ছিলই। রাতে জানা যায়, তিনি কেরল থেকে দিল্লি গিয়েছেন। বৃহস্পতিবার তিনি দিল্লি থেকেই উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি দেখতে যান। আজই আবার তাঁর দিল্লি ফেরার কথা।

এদিকে রাজ্যপালের রাজভবনে না থাকাকে তৃণমূলের নেতারা কটাক্ষ করে বলছেন, অভিষেকের মুখোমুখি হতে হবে বলেই রাজ্যপাল পালিয়ে বেড়াচ্ছেন। কলকাতার ইলিয়ট পার্কের সামনে থেকে শুরু করে রাজভবনের উত্তর গেট পর্যন্ত মিছিল করার কথা আজ তৃণমূলের। কিন্তু রাজ্যপাল রাজভবনে না-থাকায় তাঁর সঙ্গে অভিষেকদের দেখা হবে না। ফলে মিছিলের পরে অভিষেক রাজ্যপালের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত লাগাতার রাজভবনের সামনে বসে থাকার কর্মসূচি ঘোষণা করেন কি না, সেটাই এখন দেখার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!