- এই মুহূর্তে দে । শ
- জুন ৭, ২০২৩
” মমতা রক্ত, মৃত্যু নিয়ে রাজনীতি করেন”, দিলীপ মন্তব্যে কুণালের প্রতিক্রিয়া, কেন্দ্রের ব্যর্থতা থেকে নজর ঘোরানোর চেষ্টা

“মমতা বন্দ্যোপাধ্যায় চিরদিন রক্ত,মৃত্যু নিয়ে রাজনীতি করেন।” বুধবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে এই মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
দিলীপ ঘোষ বুধবার সকালে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় চিরদিন রক্ত, মৃত্যু নিয়ে রাজনীতি করেছেন। উন্নয়নের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। উনি এর থেকে বের হতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় চান, দুর্ঘটনা ঘটুক, মানুষের মৃত্যু হোক। এসব হলেই উনি কেন্দ্রকে দোষ দিতে পারবেন।”
এদিকে দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সরাসরি ৩৪ বছরের বাম শাসনের প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষের সমালোচনা করেন। কুণাল ঘোষ বলেন, “বাম আমলে নানুর, বানতলা, নেতাই, নন্দীগ্রামে রক্ত ঝরেছে। লাগাতার ধর্ষণ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই রক্ত, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছেন। দিলীপ ঘোষ তখন রাজনীতিতে আসেননি। খাকি হাফ প্যান্ট পরে তখন ঘুরতেন। দিলীপ ঘোষ এখন রাজনীতিতে এসে কেন্দ্রের ত্রুটি, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার দায় এড়াতে, এই দিক থেকে মানুষের নজর ঘোরাতে এই সব কথা বলছেন।”
বিজেপি-তৃণমূলের এই পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনা বঙ্গরাজনীতির এখন নিত্যদিনের ঘটনা। রোজই বিজেপির কোনও না কোনও নেতা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বা জয়প্রকাশ মজুমদার বিজেপির এই অভিযোগ খণ্ডন করছেন।
❤ Support Us