- এই মুহূর্তে বি। দে । শ
- জুলাই ২৫, ২০২৪
নিরাপত্তার কারণে দেশের নাগরিকদের মণিপুর, জম্মু ও কাশ্মীরে ভ্রমণ না করার পরামর্শ মার্কিন যুক্তরাষ্ট্রের

ভারত–পাকিস্তান সীমান্ত এবং দেশের মধ্য ও পূর্বাঞ্চলের কিছু অংশে সন্ত্রাসবাদীরা সক্রিয়। এইজন্য মার্কিন যুক্তরাষ্ট্র সে দেশের নাগরিকদের মণিপুর, জম্মু ও কাশ্মীরে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। ভারতের জন্য সংশোধিত ভ্রমণসংক্রান্ত পরামর্শ বিজ্ঞপ্তিতে তা তুলে ধরা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা পরামর্শ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অপরাধ এবং সন্ত্রাসবাদের কারণে ভারতের কিছু এলাকায় ভ্রমণের ঝুঁকি বেড়েছে। সন্ত্রাসবাদ এবং নাগরিক অস্থিরতার কারণে জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল (পূর্ব লাদাখ অঞ্চল এবং এর রাজধানী লেহ ব্যতীত), সশস্ত্র সংঘাতের সম্ভাবনার কারণে ভারত–পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে, সন্ত্রাসবাদের কারণে মধ্য ও পূর্ব ভারত এবং সহিংসতার জন্য মণিপুরে ভ্রমণ করবেন না।’
সামগ্রিকভাবে ভারতকে লেভেল ২–এ রাখা হয়েছে। কিন্তু দেশের বেশ কয়েকটি অংশকে লেভেল ৪–এ রাখা হয়েছে। এরমধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, ভারত–পাক সীমান্ত, মনিপুর এবং মধ্য ও পূর্ব ভারতের কিছু অংশ। এছাড়া সন্ত্রাসবাদ এবং সহিংসতার কারণে উত্তর–পূর্ব রাজ্যগুলিতে ভ্রমণ পুনর্বিবেচনা করার সুপারিশ করেছে। পরামর্শ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ভারতে দ্রুততম ক্রমবর্ধমান অপরাধগুলির মধ্যে অন্যতম হল ধর্ষণ। পর্যটন স্থান এবং অন্যান্য স্থানে যৌন নিপীড়নের মতো অপরাধ ঘটেছে। সন্ত্রাসীরা সামান্য বা কোন সতর্কতা ছাড়াই আক্রমণ করতে পারে। তারা পর্যটন স্থান, পরিবহন হাব টার্গেট করে।’
গ্রামীণ এলাকায় মার্কিন নাগরিকদের জরুরি সেবা প্রদানের ব্যাপারে মার্কিন সরকারের ক্ষমতা সীমিত। এই অঞ্চলগুলি পূর্ব মহারাষ্ট্র এবং উত্তর তেলেঙ্গানা থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। মার্কিন সরকারি কর্মচারীদের অবশ্যই এই অঞ্চলগুলিতে ভ্রমণের জন্য বিশেষ অনুমোদন নেওয়ার কথাও বলেছে মার্কিন পররাষ্ট্র দফতর। দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারতে ভ্রমণকারী মার্কিন সরকারী কর্মচারীদের সিকিম এবং অরুণাচল প্রদেশ, সেইসঙ্গে আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয় এবং ত্রিপুরার রাজধানী শহরগুলির বাইরে যে কোনও অঞ্চলে যাওয়ার আগে অনুমোদন নিতে হবে।’
মণিপুর, জম্মু ও কাশ্মীরকে লেভেল ৪–এ রেখে মার্কিন পররাষ্ট্র মন্ত্রক পরামর্শ দিয়েছে, ‘হিংসা ও অপরাধের হুমকির কারণে মণিপুরে ভ্রমণ করবেন না। চলমান জাতিভিত্তিক গৃহযুদ্ধের ফলে ব্যাপক সহিংসতা এবং সম্প্রদায়ের স্থানচ্যুতির খবর পাওয়া গেছে। ভারতে ভ্রমণকারী মার্কিন সরকারি কর্মচারীদের মণিপুরে যাওয়ার আগে পূর্ব অনুমোদনের প্রয়োজন। এছাড়া জম্মু ও কাশ্মীরে ভ্রমণ করবেন না (পূর্ব লাদাখ অঞ্চল এবং এর রাজধানী, লেহ ব্যতীত)। এই এলাকায় বিক্ষিপ্তভাবে সহিংসতা ঘটে, বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর।’
পরামর্শ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘মাওবাদী চরমপন্থী গোষ্ঠী ভারতের বৃহৎ এলাকায় সক্রিয় রয়েছে, যা পূর্ব মহারাষ্ট্র এবং উত্তর তেলেঙ্গানা থেকে পশ্চিম পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সীমান্তবর্তী ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের গ্রামীণ অংশে ভারত সরকারের কর্তাদের বিরুদ্ধে আক্রমণ বিক্ষিপ্তভাবে ঘটতে থাকে। ওড়িশার দক্ষিণ–পশ্চিমাঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে। নকশালরা স্থানীয় পুলিশ, আধাসামরিক বাহিনী এবং সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে অনেক সন্ত্রাসী হামলা চালিয়েছে। মার্কিন সরকারি কর্মচারীদের এই অঞ্চলে ভ্রমণ করার আগে অনুমতি নিতে হবে৷’
❤ Support Us