Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৮, ২০২৪

‌রায়গঞ্জ হাসপাতালে আক্রান্ত মহিলা চিকিৎসক ও নার্স, এর মাঝেই আর জুনিয়র চিকিৎসকদের ডাকে মহামিছিল

আরম্ভ ওয়েব ডেস্ক
‌রায়গঞ্জ হাসপাতালে আক্রান্ত মহিলা চিকিৎসক ও নার্স, এর মাঝেই আর জুনিয়র চিকিৎসকদের ডাকে মহামিছিল

আর জি করের হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার উত্তপ্ত পরিবেশের মাঝেই কয়েকদিন আগে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও নার্সকে হেনস্তার ঘটনা ঘটেছিল। আবার রাজ্যের এক সরকারি হাসপাতালে আক্রান্ত হতে হল মহিলা চিকিৎসক ও নার্সকে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। এর প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসক ও নার্সরা।
সোমবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। বচসা চলাকালীন রোগীর পরিজনদের হাতে আক্রান্ত হন এক মহিলা চিকিৎসক ও নার্স। গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের আজ মঙ্গলবার আদালতে তোলা হবে। ঘটনার পরপরই সোমবার রাত থেকেই কর্মবিরতি শুরু করেছেন ওই হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।
এদিকে, ১০ দফা দাবিতে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলায় তাঁরা অনশন শুরু করেছেন। জুনিয়র চিকিৎসকদের সমর্থনে একাধিক সিনিয়র চিকিৎসকও অনশন মঞ্চে সামিল হয়ে প্রতিবাদ জানাচ্ছেন। এই আবহে আজ জুনিয়র চিকিৎসকদের ডাকে রাজ্য জুড়ে আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টার প্রতীকী অনশন শুরু হয়েছে। এই প্রতীকী অনশনে সামিল হয়েছেন সিনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। আজ বিকেল ৪টির সময় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও সাধারণ নাগরিকরাও মিছিলে যোগ দেবেন। এর মধ্যে রায়গঞ্জ হাসপাতালে মহিলা চিকিৎসক ও নার্সকে নিগ্রহের ঘটনায় আন্দোলনকারীদের মধ্যে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!