Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ফেব্রুয়ারি ৭, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা জারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

আরম্ভ ওয়েব ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা জারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

‘‌অবৈধ ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি নিষেধাজ্ঞা জারিসংক্রান্ত এক নির্দেশে সই করেছেন। হোয়াইট হাউসের এক কর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (‌আইসিসি)‌। ট্রাম্পের অভিযোগ, আইসিসি মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইজরায়েলকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মার্কিন সফর চলাকালীন এই বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেন ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দুই দিন পরই মার্কিন প্রেসিডেন্ট এই পদক্ষেপ নিলেন।
এই আদেশের ফলে মার্কিন নাগরিক বা মার্কিন মিত্রদের বিরুদ্ধে আইসিসি–র তদন্তে সহায়তাকারী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ওপর আর্থিক এবং ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আইসিসি–র বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আদেশে সই করার পর ট্রাম্প বলেন, ‘আইসিসি অবৈধ। এটি যুক্তরাষ্ট্র ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইজরায়েলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে। মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসি–র তদন্তে যারা সহযোগিতা করেছে তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা বিধিনিষেধ জারি করা হবে।’‌
প্রথম দফায় যখন প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই সময়ও হল্যান্ডের হেগে আইসিসি–র কর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে যাঁরা তদন্ত করছিলেন, তাঁদের ওপর তিনি এই নিষেধাজ্ঞা জারি করেন। পরের প্রেসিডেন্ট জো বাইডেন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!