- দে । শ
- অক্টোবর ১৭, ২০২৪
লরি-গাড়ি সঙ্ঘর্ষে মৃত্যু চালক-খালাসির

নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সঙ্ঘর্ষের পর গাছে ধাক্কা সিমেন্ট বোঝাই লরির। আর চার চাকা গাড়িটি ধাক্কা মারে একটি বিদ্যুতের খুঁটিতে। আর এই অবস্থায় লরি ও গাড়ির মাঝে ঢুকে পড়ে একটি মোটরবাইক। এই ঘটনায় মৃত্যু লরির চালক সুকুমার গড়াই (৫২) ও খালাসি কালু মালাকারের (৪২)। দুজনেই নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা। কমবেশি জখম ৮ জন। এসটিকেকে রোডের পূর্বস্থলী ২নং ব্লকের চাঁপাতলা এলাকার ঘটনা। খবর পেয়েই এলাকায় হাজির হন পূর্বস্থলীর আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সংশ্লিষ্ট পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায়রা। দুজনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। আহতদের ভর্তি করা হয়েছে কালনা মহকুমা হাসপাতালে।
সিমেন্ট বোঝাই লরিটি কাটোয়া থেকে কালনার দিকে যাচ্ছিল। জানা গেল, জোর ধাক্কা খাওয়ার পর লরিতে থাকা সিমেন্টের বস্তাগুলো চালকের কেবিনে উপচে পড়ে। তাতেই চাপা পড়ে লরির চালক ও খালাসি। এলাকার বাসিন্দাদের ধারণা, দীর্ঘক্ষণ চাপা পড়ে থাকায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু চালক ও খালাসির। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লরির কেবিন থেকে চালক ও খালাসিকে বের করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
❤ Support Us